জাহির
- যাযাবর জীবন
নিজেকে জাহির করায়
আমাদের জুড়ি মেলা ভার;
ছলে, বলে কৌশলে
প্রয়োজনে, অপ্রয়োজনে
সামনে এর, ওর, তার;
উপেক্ষার নিয়মে উপেক্ষা
তবুও জাহির করে বার বার
সামনে এর, ওর, তার;
আসলে মানসিকতা, জাহির করার;
এভাবে, সেভাবে
নিজেরে যে কোন ভাবে,
এর সামনে
ওর সামনে
তার সামনে
নিজেরে বড় ভেবে;
মুঠোভরা উপেক্ষায় কি আসে যায়?
জাহির করেছে নিজেরে
বিকারগ্রস্তে মানসিক শান্তি পায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন