মঙ্গলবার, ৯ জুন, ২০১৫

বিভেদ


বিভেদ
- যাযাবর জীবন

গরম পড়েছে আজকাল বড্ড হাঁসফাঁস
চারিদিকে সর্দি-গর্মি, জ্বর-জারি আর কাশ
ডিহাইড্রেশন চারিদিকে, স্যালাইনের ব্যবসা তুঙ্গে
চিড়বিড়ে রোদে বার-বি-কিউ মানুষ, পুরো বঙ্গে
মানুষে মানুষে ভেদাভেদ চিরদিনই প্রকট
অর্থের মাপকাঠিতে কেও খাটো, কেও বিকট
গরমে গরম পুড়ে যায়, তাতে কার কি?
যে যার জায়গায় আগুন কিংবা বরফ দেখি;
টাকার গরম যদি আমার বেলায়
কাঁথা গায়ে ঘুমে থাকি এসির তলায়
কাঁঠাল জনতার কাতারে যখন আমি
আমতলায় বাতাস খুঁজি রাতের বেলায়;

ইশশ্, তাল পাকা গরমে বড্ড হাঁসফাঁস
তোমাদের এসির ঘর, ঠাণ্ডায় কর বাস
উনিশ থেকে বিশ হলে তোমাদের সর্বনাশ
ইটের বালিশ মাথায় আমার বারোমাস;

ঋতুর বিভেদ মেনে নেয়া যায়
মানুষে মানুষে এত বিভেদ কেন?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন