অসীমের পথে
- যাযাবর জীবন
বাইরে রৌদ্দুর ভেতরে ঝড়
মনে শঙ্কা পথ হারানোর;
মধ্য দুপুরের পিছলে আসা রোদ সরু রেলের পাতে,
চোখ ধাঁধায়
হয়তো কাঁদায়,
হাত কি থাকে হাতে?
রেলের পাত সমান্তরাল চলে গেছে
অসীমের পথে,
কেও কাওকে পায় না ছুঁতে;
না আমি তোকে
না তুই আমাকে
না ভালোবাসা, ভালোবাসাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন