রবিবার, ৫ জুলাই, ২০১৫

ঈর্ষা



ঈর্ষা
- যাযাবর জীবন

এইতো সেদিন আগুন লাগলো মন নদীতে
মেঘ পুড়ে হলো ছাই
রাতের গায়ে ঈর্ষার বরফ জমতেই
সূর্য মুখ লুকোলো চাঁদে তাই;

দেশে যখন অমাবস্যা বিদেশে তখন রাগ পুড়ে কয়লা
চাঁদনি কোথায় পাই?
হিংসা বুড়ি দাঁত কাটে নক্ষত্রে বসে
তাইতো চাঁদে জ্যোৎস্না নাই;

কোথাও আগুন জ্বলে
কোথাও গন্ধ পোড়ে
কারো নাক বন্ধ
কেও ধোঁয়া গেলে;
ঈর্ষায় মন জ্বলে গেলে
ভালোবাসা পুড়ে ছাই।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন