দূরত্ব
- যাযাবর জীবন
প্রথম দেখাটা,
কেমন যেন;
একটু ভয়
একটু শঙ্কা
লজ্জা ছিল কি? একটু;
কিংবা মন জ্বর,
প্রথমবার চোখে দেখার পর?
দেখেছিলাম তোর চোখে বিস্মিত থমক!
আমি যেনো তোর স্বপ্নের উল্টোরথ,
চমকে ওঠাটা চোখ এড়ায় নি আমার।
তারপর টেবিলের এপার আর ওপার
চোখে চোখে তাকিয়ে থাকা
সময়ের সাথে সাঁতার কাটা
চোখের ভেতর চোখ
তারপর ডুবতে ডুবতে ভেসে ওঠা
আবেগগুলো সামলে ওঠা
তারপর?
সময়ের দূরত্বে তুই আর আমি,
যোজন দূরত্বে ভালোবাসা;
তারপরও অনুভব রয়েই যায়
কোথাও না কোথাও
চিন্তা ও চেতনায়;
তোর,
আমার,
কিংবা ভালোবাসার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন