বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫

মন বন্ধ



মন বন্ধ
- যাযাবর জীবন

নিঃশ্বাসে নিঃশ্বাসে বিষ, ধুতুরা গন্ধ
বিশ্বাসের দেয়ালে দেয়ালে ফাটল, মন বন্ধ;
তবে কেন আর মিছে শব্দ বুনন?

কলম তোমায় দিলেম ছুটি
বদলে হাতে সুঁই সোনামুখি
সেলাই করে দিলাম সব কবিতার রন্ধ্র;
আজ মন বন্ধ
মন বন্ধ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন