মনের ঘর
- যাযাবর জীবন
দিনমান পাখিই'তো ওড়ে
আমাদেরও না হয় কদিন পাখি জীবন
আপাতত থাকুক না কিছুদিন
ঘরখানা শূন্য পড়ে;
আকাশে সাদা কালো কত মেঘের ভেলা
কদিনের জন্য আমরা না হয় মেঘই হলাম
তারপর'তো সেই আবার হাঁড়িকুঁড়ি ঠোকাঠুকি
জীবন যুদ্ধের সংসার জুড়ে;
মেঘের ডাকে ময়ূর পেখম তুলুক আর নাই তুলুক
আমার পাখি জীবনে মন'তো বসে আছে শুধুই তোতে
সেই ছেলেবেলা থেকে আজ পর্যন্ত
তুইও তো আছিস ঠিক তেমনি, আমায় আগলে ধরে;
মনের ঝড়ে ভালোবাসার ধুলো ওড়ে,
উড়ুক না!
মাখামাখি তো হয়ে আছি দুজন দুজনে,
দুজনার মনের ঘরে।
খুব সুন্দর লাগছে।
উত্তরমুছুন