এ কেমন জীবন?
- যাযাবর জীবন
ভাঙ্গতে কম ভাঙ্গ নি
খুঁড়তে কম খোঁড় নি
এখানে, ওখানে, সেখানে
দিন রাত্রির অষ্টপ্রহরে
বছরের প্রতিটা ঋতু জুড়ে
হৃদয়টা ক্ষততে ভরে;
ক্ষত, ক্ষত আর ক্ষত
খুবলে তুলে ফেলেছ প্রতিদিন
আমার শরীর থেকে সব রক্ত মাংস;
এক একবার এক এক জন আসে জীবনে
এক একটি ক্ষত তৈরি করে যায়
আমার সারা গায়,
তারপর আবার হয়তো নতুন কেও আসে জীবনে
একটু করে হাত বোলায়
মলম লাগায় ক্ষতর গায়
তারপর ছুড়ে ফেলে রেখে আবার চলে যায়;
আবার জীবনে নতুন কারো আগমন
আবার নতুন করে ক্ষতের কারণ,
এ আমার কেমন জীবন?
আমি যেন বেশ্যার থেকেও অধম
যে যেভাবে করে যাচ্ছে আমায় ধর্ষণ;
আর কত?
আর কত ক্ষত দেবে একই শরীরে?
দোহাই তোমাদের
এবার একটু করুণা কর আমায়
আর ধর্ষণ করো না আমাকে তোমরা
সারাটা বছর জুড়ে বন্ধ কর এ খেলা,
আমি তোমাদের চলার পথ,
"আমি ঢাকার রাস্তা"।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন