আলো আঁধার
- যাযাবর জীবন
শার্শি বেয়ে চুইয়ে নামা অভিমানে বাষ্পীভূত মন-জানালার কাঁচ
জ্যোৎস্না আটকে আছে কালো মেঘের ওপরে,
রাতের কপাট খুলে দিতেই দরজার বাইরে অন্ধকার
তুই মন ফিরিয়েছিস বলে,
রাগের ধোঁয়ায় কান্না নামলেই প্রেমের বন্যায় ভেসে যাবি তুই
সেদিন আমি ধরাছোঁয়ার ওপারে;
দেরি হয়েই যায়
কোথাও না কোথাও
প্রেম গাড়ির চাকা হুইসেলের অপেক্ষায় প্রহর গোনে
অভিমানের কুয়াশা সরে যেতে যেতে থেমে যায় জীবন গাড়ি;
আফসোসের বাস কোথায়?
রাগের অস্থিমজ্জায়,
অন্ধকার কোথায়?
অভিমানে সময় বয়ে যায়;
আলো কোথায়?
ভালোবাসা যেথায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন