শুক্রবার, ৩ জুলাই, ২০১৫

দূরত্ব



দূরত্ব

- যাযাবর জীবন

চাইলেই কি আর বাঁধতে পাবি?
মনটুকু পার হতে পারলেই আমার হবি
ভালোবাসা দেখবি যদি
বাইরে চেয়ে দেখ জ্যোৎস্না নদী;

দরজাটা পেরোলেই তো
অন্ধকার মুছে গিয়ে আমি
এইটুকু দূরত্বও পার হতে পারলি না?
ঐতো দেখা যায় শার্শির ফাঁক গলে চুইয়ে আসা জ্যোৎস্না;

এই যে ধুঁকে ধুঁকে বেঁচে থাকা
তবুও দূরত্বটুকু পার হওয়া হয় না,
আমরা অন্ধকারে জ্যোৎস্নার গান শুনি
স্বপ্নে চাঁদ দেখি,
সময়ের রেলগাড়িতে চড়ে আফসোসের দীর্ঘশ্বাস ফেলি;
সেদিন একটু চেষ্টা করলেই তো হতো
কতটুকুই বা ছিল দূরত্ব?
তার সাথে আমার
কিংবা মনের সাথে ভালোবাসার।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন