প্রতিবিম্ব
- যাযাবর জীবন
আরশিতে দুটি মানুষ
মুখোমুখি
একটি রক্তমাংসে গড়া
অন্যটি প্রতিচ্ছবি;
মানুষ কথা বলে
ছবির মুখ নড়ে
মানুষ কাঁদে
জলের দাগ প্রতিচ্ছবির গালে,
নিজের সাথে মূকাভিনয়
প্রতিফলন প্রতিচ্ছবির গায়
অভিনয় যখন মনের সাথে
কান্না কেন প্রতিচ্ছবির চোখে?
তবুও প্রতিদিন আয়নায় চোখ রাখি প্রতিচ্ছবির চোখে
যদি আলোর প্রতিসরণে ভুল করে তোর চোখ ভেসে ওঠে
ভালোবাসা দেখে নিস কাঁচের প্রতিবিম্বে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন