মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫

ভার্চুয়াল পুরুষ



ভার্চুয়াল পুরুষ
- যাযাবর জীবন

বাইরে ঝুম বৃষ্টি, হঠাৎ করেই;
মনটা একটু উচাটন হয়েছিল কি?
হঠাৎ করেই;
বৃষ্টি হলেই ভিজতে হবে এমন কোন কথা নেই
বৃষ্টির গান আর শুনব না বলে কানে আঙ্গুল;
বাইরে হোক না ঝড়, উড়িয়ে নিয়ে যাক সব
বৃষ্টি আসুক ঝেঁপে, ভাসিয়ে নিয়ে যাক সব
কি যায় আসে? মানুষের দেহে যদি পড়ে থাকে শব;
ভার্চুয়াল পুরুষ হতে হতে সেই কবেই ভেতরে হয়ে গেছি নির্লিপ্ত
সারাক্ষণ ফেসবুক মেসেজে রত থাকি, নারীতে সম্পৃক্ত
আমার কি আর বৃষ্টি-বিলাস মানায়?
নামুক না বৃষ্টি ছাদের ওপর একা
আমি নারীতে ভিজে আছি,
বৃষ্টিতে আর আমার ভেজা হবে না;
ভার্চুয়াল পুরুষ যখন ভার্চুয়াল জগতে রত
বাস্তব অনুভূতিগুলো তার আসলে তখন মৃত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন