সোমবার, ৬ জুলাই, ২০১৫

হ-য-ব-র-ল



হ-য-ব-র-ল
- যাযাবর জীবন

তোর কলম
তোর খাতা
তোর মন
তা'তে গাঁথা,
তুই লেখ
তার কথা
সে ভাবে
তোর কথা,
তার মন
তো'তে গাঁথা
সে লেখে
তোর কথা;

আমি কে?
ছাতামাথা
কে ভাবে?
আমার কথা;

তুই
আমি
আর
সে'তে মিলে
হ-য-ব-র-ল
ব্যঙ্গের মাথা।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন