সোমবার, ৬ জুলাই, ২০১৫

মাটির ঘর



মাটির ঘর
- যাযাবর জীবন

এখানে আলো নেই
নেই অন্ধকার
কেমন জানি ধুসর ধুসর
চারিদিকে কুয়াশা,
এখানে থমকে আছে সময়
দিন আর রাত্রির পার্থক্য বুঝি না
চারিদিক ধোঁয়া ধোঁয়া
দৃষ্টিসীমা ঝাপসা।

এখানে শীত নেই
নেই চাদর গায়ে দেবার
এখানে গরম নেই
নেই ফ্যান বাতাস ছড়াবার;
এখানে আষাঢ় নেই বৃষ্টি দেখার
শরত নেই আকাশ দেখার
হেমন্ত নেই ধান ভানার
নেই বসন্ত মন হারাবার
এখানে সব ঋতু মিলেমিশে একাকার
চারিদিকে শুধুই আবছায়া অন্ধকার।

এখানে স্বামী নেই
স্ত্রী নেই
সন্তান নেই
নেই পরিবার,
এখানে সঙ্গী নেই কথা বলার
এখানে তুই নেই ভালোবাসার
এখানে আমি একা,
একাতে একাকার।

এখানেই এখন আমার বাস
ছোট্ট এক মাটির ঘরে;
তোমাদেরও আসতেই হবে
আজ
কাল
কিংবা পরশু
এখানেই,
এ কবরে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন