নির্ঘুম চোখে তুই
- যাযাবর জীবন
ঘুম, ঘুমিয়ে গেছে
জেগে আছে চোখ,
ভেড়া গুনতে গুনতে তোর ভুরু গুনে ফেলেছি
এবার মাথাটা বাড়িয়ে দে
তারা আর চুল গোনায় পার্থক্য কোথায়?
কোন না কোন ভাবে রাত তো কেটেই যায়;
তুই শুধুই চোখ দেখিস
আমি চোখের নদীতে দেখি জোয়ার ভাটা
কান্না কে দেখতে পায়?
রাত জেগে থাকলে
চোখ স্বপ্ন হয়ে যায়
ঘুম জেগে থাকলে
তুই কবিতায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন