সোমবার, ২০ জুলাই, ২০১৫

ক্ষরণ



ক্ষরণ
- যাযাবর জীবন

প্রেম গলে গেছে ঘন বৃষ্টিতে
মনে কাঁদার ছোপ
রোদ উঠলেই পুড়িয়ে নেব ভাণ্ড
ভালোবাসার;
হয়তো আবার ভালোবাসা ডুবে যাবে খুব শীগগির
জমাট বাঁধা রক্তে,
ক্ষরণ দিতে জুড়ি নেই তোর
বার বার,
নতুন করে প্রতিবার;
হৃদয় সয়ে গেছে আমার
আমিও সয়ে গেছি তো'তে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন