প্রহর
- যাযাবর জীবন
আরেকটি দিন মৃত্যুর দিকে হাঁটি হাঁটি পা পা
খেয়ালে বা বেখেয়ালে,
আরেকটি দিন মৃত্যু আমার দিকে খুব ধীরে পা পা
নিয়তি মুচকি হেসে,
কদম বাড়তেই থাকে একে অপরের দিকে
পরস্পর আপন করে নিতে;
জীবন তো হারিয়ে যাবে আমার কাছ থেকেই
যেদিন ওদের, কদমে কদম মিলে যাবে;
অপেক্ষার প্রহর গোনে, "মাটির ঘর"।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন