ভালোবাসার আয়না
- যাযাবর জীবন
কত দূরে তুই আজ? কত দূরে?
আমাদের মাঝে যে দূরত্ব ভীষণ!
অথচ একদিন তুই আর আমি ছিলাম
দুজন দুজনার বড্ড আপন;
আজ দৃষ্টির আড়ালে তুই,
বৃষ্টির আড়ালে চোখ, দৃষ্টি ঝাপসা ভীষণ
দেখ! আকাশে মেঘ জমেছে কেমন!
সব মেঘে কি আর বৃষ্টি হয়?
কিছু চোখে কান্না রয়,
তুই কখনই আমার চোখ পড়তে পারিস নি
অথচ আমি তোর দিকে তাকিয়েই বলে দিতাম
- আজ তোর মন সূর্য
- কিংবা আজ তোর মন মেঘ
- কিংবা আজ তোর মন রাত
- কিংবা আজ তোর খুব ভালোবাসতে ইচ্ছে করছে আমায়,
তুই খুব আশ্চর্য হয়ে বলতি
- আচ্ছা! আমার মন পড়ে নেও কিভাবে?
আরে বোকা তোর মন তো তোর চোখেই লেখা থাকে
ভালোবাসার মানুষের চোখ পড়তে না পারলে কি আর ভালোবাসা হয়?
যদি খুব বিষণ্ণ রাতে যদি মনের আয়নায় আমাকে দেখতে পাস
তাহলে বুঝে নিস আমিই ছিলাম তোর ভুল ভালোবাসা,
আর যদি অন্য কাওকে দেখিস তাহলে তুই ছিলি আমার মোহ;
ভালোবাসার আয়নায় দাগ কাটে না মোহ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন