মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

একাকীত্বের একা

 একাকীত্বের একা 

 - আহসানুল হক 


আমি মাঝে মাঝে বড্ড একা হয়ে যাই

আসলে আমি মাঝে মাঝে একাই হতে চাই, 

অনেক মানুষের ভিড়েও তোমাদের মনে কখনো একাকীত্ব বাসা বেঁধেছে? 

আমার কিন্তু বেঁধেছে, 

আসলে ইচ্ছে করেই বাঁধিয়েছি একাকীত্বের ইচ্ছে বাসা 

মানুষের ভিড়ে আমার একাকীত্বের একা ; 


আকাশটাকে খেয়াল করে দেখেছ কখনো?

লক্ষ গ্রহ নক্ষত্র বুকে নিয়েও কেমন একলা একা? 

রাশি রাশি মেঘের সারিগুলোকে দেখ! 

ওর মাঝে লক্ষ লক্ষ বৃষ্টির ফোঁটা, প্রতিটি ফোঁটাই কিন্তু পড়ছে একা; 

নদী, সাগর আর মহাসাগরের দিকে তাকাও!  

ক্রমাগত ঢেউ এর ঢেউ, একের পর এক, অথচ প্রতিটা ঢেউ ভাংছে একা;


অনেক মানুষের মাঝেও আসলে আমরা কোন না কোন সময় সবাই একা

আয়নার সামনে যখনই দাঁড়াই, একটাই মানুষ দেখি ওখানে, বড্ড একা

চোখ বন্ধ করে যখনই নিজের মাঝে একা হয়ে যাই! 

নিঃসীম এক একাকীত্বের দেখা পাই, 

ভাবনার গভীরে উঁকি দিয়ে দেখি - জন্মেছি একা

মৃত্যুর গহ্বরে ডুব দিয়ে দেখি - যেতে হবে একাই 

 

১৩ মে, ২০২২


#কবিতা 


একাকীত্বের একা 

 - আহসানুল হক 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন