মাটির গন্ধ
- আহসানুল হক
মাটির একটা সোঁদা গন্ধ আছে। এখনকার চল্লিশ বা পঞ্চাশোর্ধ জেনারেশন যারা একসময় গ্রামে কাটিয়েছে তারা সেটা পায়; আর শহুরে কিংবা নতুন প্রজন্ম দুর্গন্ধ বলে নাক সিটকায়। এরা মাটির গন্ধই বোঝেই না। মাটির শরীর মাটির গন্ধ বুঝলে না পারাটা দুর্ভাগ্যজনক নয় কি?
মাটির আলাদা আলাদা গন্ধ আছে।
কুয়াশায় ভেজা মাটির গন্ধ একরকম আবার বৃষ্টি ভেজা মাটির গন্ধ আরেক রকম। ঝিরিঝিরি বৃষ্টি নামলে একরকম সোঁদা গন্ধ আবার ঝুম বৃষ্টিতে সোঁদা গন্ধ ধুয়ে যাওয়া মাটির আলাদা একটা গন্ধ। কাঁদা মাটির গন্ধ সম্পূর্ণ অন্যরকম। জঙ্গলে পাতা পচে পড়ে থাকলে সে মাটির গন্ধ একদম আলাদা রকম।
হাল চাষ দেওয়ার পর মাটি থেকে যে গন্ধ বের হয় সেটায় কৃষকের আশা মিশে থাকে। শহরের মানুষ তা বুঝবে কি করে? ধানের চারা লকলক করে বেড়ে উঠলে সবুজ ক্ষেতের ভেতর থেকে একরকম গন্ধ বের হয়। ঘাসও কিন্তু সবুজই হয়, তবুও ঘাসের মাঠের গন্ধের সাথে ধানের ক্ষেতের গন্ধের একটা ফারাক আছে। ফারাক আছে কাঁচা সবুজ ধানের ক্ষেতের সাথে সোনালী পাকা ধানের গন্ধের। ফারাক আছে ধান কেটে ফেলার পরে খড়ের গাঁদার সাথে ভেজা মাটি মিশে থাকা গন্ধের। আমরা ইট কাঠ পাথরের নগরীতে বাস করি, মাটির গন্ধের তারতম্য বুঝব কি করে?
শহরে থাকি আর গ্রামে, দেশে থাকি আর বিদেশে - মাটির শরীর একদিন ঠিক গন্ধ পাবে মাটির; সাড়ে তিনহাত মাটির তলায় শুয়ে।
১০ অক্টোবর, ২০২২
#হিবিজিবি_কথা
মাটির গন্ধ
- আহসানুল হক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন