মাটির তৈরি ঘর
- আহসানুল হক
মাটির তৈরি শরীর তোর, মাটির তৈরি ঘর
রুহুটা ঘর ছাড়িলে, শরীর হইবে পর
এক ফুঁৎকারে রুহ শরীরে, এক ফুঁৎকারে বাহার
রুহুটা ঘর ছাড়িলে, শরীর মাটির আহার;
শরীর হইলো মাটির দলা, রুহু বিহনে
রুহুটা কোথায় আছে কেউ কি তা জানে?
বিজ্ঞানীরা রুহু খোঁজে শরীরের ভেতর
রক্ত মাংস মাটি যে হয়, শরীর ছাড়লে পর;
রুহু হইলো আল্লাহর ইচ্ছা, জীবন আর মরণ
মানুষের সাধ্য কি করিতে খণ্ডন
এক ফুঁৎকারে জীবন তোর এক ফুঁৎকারে মরণ
ক্ষণিকের পৃথিবীটা পরীক্ষার মতন ;
কেন এত আস্ফালন, কিসের অহংকারে?
চোখটা বন্ধ হইলেই তো, যাবি মাটির ঘরে
দুদিন এর এই পৃথিবী, কি করেছ সঞ্চয়?
রুহুটা ঘর ছাড়িলেই জবাব দিতে হয়;
আস্তিক নাস্তিক যত মানুষ, আল্লাহ সবার এক
হিসাব নিবেন জনে জনে, হাসর হবে এক
সাক্ষী দিবে অঙ্গ অঙ্গ, ভালো খারাপ কাজ
দুদিনের বাহাদুরিতে যাহাই করছ আজ;
রুহুর বাস শরীরেতে, মানুষ ভেজাল খাটি
রুহুটা ঘর ছাড়িলেই শরীর তোর মাটি
এত কিসের অহংকার মানুষে করে?
দুদিনের জীবন শেষে যাবি মাটির ঘরে।
মাটির তৈরি ঘর
- আহসানুল হক
#কবিতা
১০ জুন, ২০২২
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন