পরচর্চা
- আহসানুল হক
কারও কারও জীবনে সঠিক সময়ে বিয়েটা হয়ে ওঠে না
হয়তো জীবিকার প্রয়োজনে অথবা অন্যকোন কারণে,
কারও সময়ে বিয়ে হয়, আবার সময়ের অনেক আগেই বিধবা হয়
কিংবা বিপত্নীক, সেটা যার যার কপাল
তাই বলে কি মানুষ সারাজীবন একা কাটায়?
কেউ কেউ কাটিয়ে দেয়
কেউ কেউ জীবনের কোন একটা মোড়ে জীবন সঙ্গী বা সঙ্গিনী খুঁজে নেয়
এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিৎ,
একটা বয়সে একাকীত্ব অসহ্য লাগে
একটা বয়সে এসে কথা বলার মানুষ লাগে
যাদের আগে বিয়ে হয়েছিলো, সন্তান থাকলে ওরা একসময় যার যার জীবনে
যার যার সঙ্গী বা সঙ্গিনী নিয়ে ব্যস্ত হয়ে যায় নিজের জীবনে
বুড়ো বাবা কিংবা মা'কে দেখার মত এত সময় কোথায় আজকালকার সন্তানদের
কিংবা মানসিকতা?
অনেকে তাই একটু বয়স হলেও সঙ্গী বা সঙ্গিনী খোঁজে
আবার অনেকেই একটু বেশি বয়সেই বিয়ে করে,
যে করে খুব ফুর্তিতে করে না, হয়তো করে অনেকটাই বাধ্য হয়ে
তবে আশেপাশের লোকজনের আনন্দ ধরে না, গল্পে মাতার
গীবতের চর্চা ঘরে ঘরে, পরচর্চা যে একটা অসুস্থ আনন্দ এটাই মানুষ জানে না
আশেপাশের মানুষগুলোর মধ্যে এক একজনের এক এক রকম চর্চা
- শালা বুইড়া ভাম, বিয়া করছে, দেখছ নি করছেডা কি কাম?
- বুড়ি বেডি রঙ মাইখ্যা সং সাজছে, বুইড়া বয়সে মনে রঙ লাগছে;
- বুইড়া বয়সের বুড়াবুড়ি, বিয়া কইরা সাজছে ছোড়াছুড়ি;
আজকাল তো আবার ফেসবুক ট্রল
- বুড়া মিয়ার ইঞ্জিনের ওভারহোলিং
- বুড়ি রসে টসটস
- ও চাচামিয়া, সামলাইতে পারবা?
- ও খালা! ধরলা তো ধরলা, যুয়ানডাই ধরলা?
ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি
আশেপাশের মানুষের মুখ পরচর্চা আর গীবতের লাদি,
কেন রে বাবা! কোথায় তোদের চুলকানি?
তুই ওরটা খাস না ও তোরটা খায়?
যার যার তেল তার চরকায়,
তাই না?
আরে বাবা! যে বিয়ে করেছে সে করেছে তার প্রয়োজনে
তুইও করে ফেল না তোর দরকার হলে!
পরের শয়নকক্ষে তোর আড়ি পাতার দরকারটা কি?
আসলে খাইছলত, সহজে যায় নি?
তুই তোর ঘরে উঁকি দে
ওখানেও অনেক গল্প আছে
তোদের ঘর থেকেও হাড়ি খুন্তি ঝনঝন, কেউ শুনছে না তো!
তোদের স্বামী স্ত্রীর নিত্য কুৎসিত ঝগড়া নিয়ে কেউ ট্রল বানাচ্ছে না তো!
তুই যতটাই অন্যের গীবত করবি, তোরটাও মানুষ করবে তত;
এই যে তুই গীবত করলি! তোর উপকার হলো টা কি?
এই যে আমি শুনলাম! আমারই বা লাভ হলো কি?
আরে ভাই তোমরা বুঝবে না, এটা মনের ফুর্তি
এছাড়া আর কি?
আজকাল পরের হাড়ির খবর কে আর নিতে যায়!
আরে বাবা যায়, যায়!
যার হাড়িতে ভাত কম সেই অন্য হাড়িতে চায়।
০১ মে, ২০২২
#কবিতা
পরচর্চা
- আহসানুল হক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন