জীবনের রূপ রঙ
- আহসানুল হক
একটা বয়স থাকে মন যেমন তেমন
কখনো খেলা, কখনো আড্ডা কখনো মৌজ মাস্তি
আর প্রেমে পড়া? সে তো যখন তখন
সেটা কৈশোরে অথবা যখন যৌবন;
বয়সের সাথে সাথে মন বদলায়, বদলে যায় মানসিকতা
তারপর জীবনের দৌড়, আর জীবনের প্রয়োজনে টাকা উপার্জন
সংসার, পরিবার, সন্তান সন্ততি, তাদের প্রতিষ্ঠিত করার যত আয়োজন
তারও কিছু পরে অবসর, কিছুটা থিতু হয়ে বসার সময়
সময় পেছনে তাকানোর, সময় পাওয়া আর না পাওয়ার হিসেব কষার
সন্তানরা? যার যার জীবনে; বাকি সময়টা স্বামী স্ত্রী দুজনার
কোন একজন ছেড়ে গেলে আরেকজনের স্মৃতির জাবর কাটা
আর একাকীত্বের এক জীবন, এ সময়টা বড্ড অন্যরকম;
এ বয়সটাতে কারও সুখ, কারও দুঃখ; এক একজনের জীবন একেক রকম
তবে সবাই পুরনো স্মৃতির জাবর কাটে, বন্ধু-বান্ধব কিংবা আত্মীয়-স্বজন
মাঝে মধ্যে পুরনো বন্ধুবান্ধবদের মিলন মেলা, আর কিছু নিত্য যোগাযোগ
এ সময়টা কথা বলার, এ সময়টা জীবন'কে বোঝার, পেছনে তাকাবার;
এ সময়টায় বেশীরভাগ ধর্মে মেতে ওঠে, পরকালের প্রস্তুতি নেয়
আর বাকি অবসর সময় পুরনো বন্ধুবান্ধবদের সাথে হাসি গল্পে মেতে
এই যে সহচার্য! এটা শুধুই মানসিক; সময় কাটানোর উপাচার্য মাত্র
এ সময়টা ঠিক প্রেমের জন্য উপযুক্ত সময়, বন্ধুত্বটুকুই ঠিক আছে
ঢলা যৌবনে প্রেম মানায় না, তবে কিছু মানুষ থাকে যাদের আলু ত্রুটি যায় না
আজকাল যদিও পরকীয়া নামক এক ভাইরাসের আক্রমণ বড্ড প্রকট
তবে ওটা আসলে প্রেম না, আমি বলি শরীর; ঐ যে! আলুর দোষ
যৌবনে তাও না হয় আলু সয়; ঢলা যৌবনে? শর্করা বাদ দিতে হয়
সবাই বোঝে; বেশীরভাগই মেনে চলে, আর লাজ-লজ্জাহীন অল্প কিছু থাকে
এদের সবাই'কে নিয়েই সুখে দুঃখে মিলেমিশে রঙ রূপের মনুষ্য জীবন।
জীবনের রূপ রঙ
- আহসানুল হক
#কবিতা
১৩ জুন, ২০২২
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন