তেরো বছর বয়সটা
- আহসানুল হক
তেরো খুবই একটা আশ্চর্য বয়স
কলির পরে ফুল, বারোর পরে তেরো
প্রথম প্রথম মনে প্রেম আসে তখন
বড্ড মন কেমন কেমন! কি যেন চায় আরও;
তেরো বছর বয়সটা একদম অন্যরকম
কৈশোর হলেও যেন ঠিক কৈশোর না
যৌবন হব হব করেও পুরোপুরি যৌবন না
বারোর কোঠা পার হতে না হতেই, আসে তেরো;
যৌবন তেরোতেই আসি আসি, কৈশোরটা ছিলো বারো
তের'কে যতই লোকে অপয়া বলুক না!
একবার ভেবে দেখো, সবারই বয়স ছিলো তেরো
আর পাশের বাড়ির মেয়েটি! ক্ষণেক্ষণে মনে পড়তো আরও;
তেরো'তে যৌবনের ঘণ্টা, তেরো'তে প্রেম
কামের প্রথম শিহরণ, সেও সেই তেরোতেই
চুপেচুপে সিগারেট আর নিষিদ্ধ কাজের প্রতি আকর্ষণ
বন্ধুবান্ধব এক হয়ে শুরু সেই অপয়া তেরোতেই;
তেরো'তেই হয়েছিলো আমাদের প্রথম প্রেম
তেরো'তেই প্রথম মন কেমন কেমন
তেরো'তেই তার আঁখি'তে আঁখি মিলেছিলো
আর হৃদয়ে হৃদয়ে ভালোবাসার গুঞ্জন;
তেরো মাস প্রেম করার তেরো তম দিনে
তেরো রঙের তেরোটা গোলাপ দিয়েছিলাম তাকে
তেরোবার গোলাপের ঘ্রাণ শুঁকে শুঁকে
তেরোবারই বলেছিলো ভালোবাসে আমাকে;
কোন এক জন্মদিনে উপহারে তাকে
তেরোটা শাড়ি কিনে দিলাম
তেরোবার তেরো রঙের শাড়ি বদলিয়ে শেষে
শাড়িহীন প্রেমে বিলীন হলাম;
আজো প্রতি চন্দ্রমাসের তেরো তারিখে আমরা
দুজনাই আকাশের দিকে চেয়ে থাকি
যদিও দুজন বিচ্ছেদে দুদিকে
তবুও তেরো'তে চাঁদের জ্যোৎস্না দেখি;
লোকে তেরো'কে যতই অপয়া বলুক
আমাদের জীবনের সোনালী সময়
তেরো'তেই আমাদের প্রথম প্রেম
সারাজীবনেও কি তেরো ভোলা হয়?
তেরো বয়স বয়সটা
- আহসানুল হক
#কবিতা
১৩ জুন, ২০২২
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন