মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

অন্তর্দহন

 অন্তর্দহন 

 - আহসানুল হক 


বিচ্ছেদের পরেও মনে পড়ে তাকে 

ভালোবাসা ছিলো তো কখনো!  

তারপর প্রতিদিনের খুঁটিনাটি সংসারে 

হাড়ি-কুড়ি বাসনের ঝনঝনানো;   


কথা কাটাকাটি থেকে অভিমান

অভিমানে রাগ, রাগ থেকে দূরত্ব 

একটা সময় আলাদা দুজন  

তারপর থেকে বিচ্ছেদের একাকীত্ব; 

 

আজো মাঝেমাঝেই খুব একলা রাতে 

মনে পড়ে তাকে, রাগে কিংবা ঘৃণায় 

আসলে কি পুরোটাই তার দোষ ছিলো?  

অন্ধকারে দেখি না নিজেরে আয়নায়;


অভিমানে দুজন আলাদা হলেও  

মনে কি কখনো পড়ে না তাকে? 

তবে কেন নির্ঘুম চোখ একলা আকাশে

চাঁদের দিকে চেয়ে থাকে? 


একলা বিছানা একাকীত্বে কাঁদে 

স্মৃতি সাথে নিয়ে কাঁদি আমি 

ভালোবাসা আজও অনুভবে 

কেউ না জানুক, জানে অন্তর্যামী। 


০৪ অক্টোবর, ২০২২ 


#কবিতা 


অন্তর্দহন 

 - আহসানুল হক 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন