মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

কাছে ও দূরে

 কাছে ও দূরে 

 - আহসানুল হক 


মানুষই ভালোবাসে

মানুষই দুঃখ দেয়;  


যখন দুঃখ পাই, পাহাড়ের কাছে যাই 

পাহাড়ের বিশাল নিস্তব্ধতার মাঝে হারিয়ে যাই 

অনুভূতিহীন পাহাড় কথাই বলতে পারে না 

দুঃখ দেবে কি করে?   


যখন কষ্ট পাই, নদীর কাছে যাই 

নদীর কুলকুল ধ্বনির মাঝে হারিয়ে যাই

নদী কথা বলে নিজের সাথে  

ডুবন্ত মানুষে তার কি যায় আসে? 


যখন কান্না পায়, সাগরের কাছে যাই 

সাগরের নোনা জলে চোখের জল মেশাই 

সাগরের গর্জন নিজের সাথে 

মানুষের কান্নায় তার কি যায় আসে? 


কাছের মানুষগুলো যখন দূরে ঠেলে দেয়!

স্বার্থ কিংবা অর্থের কারণে 

আমি প্রকৃতির কাছে চলে যাই 

সম্পর্কহীনতায় একাকীত্বের সম্পর্ক গড়তে; 


মানুষ ভালোবাসে, মানুষই দুঃখ দেয়

মানুষ হাসায়, মানুষই কাঁদায়;


যখন দুঃখ পাই, পাহাড়ের কাছে যাই  

পাহাড় আপন করে নেয় নিস্তব্ধ বিশালতায়


যখন কষ্ট পাই, নদীর কাছে যাই  

নদী আমাকে ডুবিয়ে দেয় কষ্টগুলো বুকে ধরে 


যখন কান্না পায়, সাগরের কাছে যাই 

সাগর নিজেই নোনা হয় আমার কান্না শুষে নিয়ে 


যখন মানুষ দূরে ঠেলে দেয়, প্রকৃতির কাছে যাই 

প্রকৃতি নিজের করে নেয়, মাটিতে মাটি করে;


মানুষই ভালোবাসে কাছে এসে 

মানুষই দুঃখ দেয় দূরে সরে

আমি ও আমার অনুভূতিগুলোর বসবাস 

আমাতেই, - কাছে ও দূরে।    


২৮ সেপ্টেম্বর, ২০২২ 


#কবিতা 


কাছে ও দূরে 

 - আহসানুল হক 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন