মন সব জানে
- আহসানুল হক
বার এ বসে আমি, মদের গেলাসে
চোখ বুঁদে আসে, কি এক আয়েশে
পেগের পর পেগ, চানাচুর প্লেটে
খিদে টান দেয়, একসময় পেটে
অর্ডার হাঁকি বার টেন্ডারকে ডেকে
হালাল চিকেনের খোঁজ করি হেঁকে
মদের সাথে হালাল মুরগী! যায় না
আমার পেট, হারাম কিছু খায় না;
অফিসে বসে, ক্ষমতার চেয়ারে
মুই কি হনু রে! আহারে আহারে
ফাইলের বোঝা, টেবিলটা জুড়ে
ড্রয়ারে ঘুষ এলে, হাত সাইন করে
কোরবানি সামনে, গরু কিনতে হবে
ঈদের আগে ঘুষ, কিছু বাড়তি দেবে
ঘুষের টাকায় কোরবানি, হয় নাকি?
হুজুরদের কথা শুনলে, চলে নাকি?
কাড়ি কাড়ি টাকা, অবৈধ রোজগার
সৎ পথে আয়, ইদানীং কে করে আর
ব্যাঙ্কের ভল্ট উপচানো, টাকার পাহাড়
তিল তিল ঘুষে, সঞ্চয় হয়েছে আমার
এবার হজ্জ করে, সৎ হয়ে যাবো
লাক্সারি হজ্জ প্যাকেজ, শেষ ঘুষটা খাব
সব পাপ ধুয়ে যায়, হজ্জ করে এলে
ঐ তো তোমাদের, ঐ হুজুররা বলে;
হালাল মুরগী, খুঁজছ বারে বসে?
কুকুরের মাংস, খাও পেট ঠেসে
ঘুষের টাকায় কেন কিনছ গরু?
শুয়োর কোরবানি, তুমিই কর শুরু
অসৎ রোজগারে হজ্জ করছ কেন?
সৎ পথ না চিনলে, ভিক্ষা ভালো জেনো
হারাম রোজগারে, হালাল কিছু হয় না
মন সবই জানে, লোভ মানতে চায় না।
মন সব জানে
- আহসানুল হক
#কবিতা
০১ জুন, ২০২২
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন