মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

সবুজ টিয়া

 সবুজ টিয়া 

 - আহসানুল হক 


ঐ যে দেখ গাছের মাথায় 

সবুজ পাখি ঠোঁটটি লাল 

লোকে বলে টিয়া পাখি 

সবুজ পাতার গাছটি তাল; 


হিংস্র হলেও পোষ মানে 

টুকটুক টাক কথাও বলে

কামড়ে ধরে লাল ঠোঁটে 

মরিচ খায় ক্ষিদে পেলে;  


চোখের বলয় কমলা রঙের 

পালক কলাপাতা-সবুজ

পিঠের কিছু ফিকে নীলচে

ধূসর আভাযুক্ত ও হলুদ; 


স্ত্রী ও পুরুষ উভয় পাখি

দেখতে দুজন একই রকম

পুরুষ টিয়ার থুতনি কালো      

স্ত্রীর থুতনি সবুজ গড়ন;  


গ্রাম গঞ্জ আর শহরে'তে 

সবখানেতেই দেখা মেলে

গভীর চোখে চেয়ে থাকে  

আলসে বসে গাছের ডালে; 


বাংলায় নাম সবুজ টিয়া 

লাল ঠোঁট আর সবুজ পেট  

ইংরেজিতে নাম তার 

Rose-ringed Parakeet. 


#কবিতা 


সবুজ টিয়া 

 - আহসানুল হক 


০৩ নভেম্বর, ২০২২ 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন