মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

দ্বিখণ্ডিত অমানুষ

 দ্বিখণ্ডিত অমানুষ 

 - আহসানুল হক 


মানুষের ঘরে জন্ম আর 

মানুষের মাঝে বসবাস

মানুষের ভেতরেই তার   

অমানুষের অমনিবাস; 


সেই ছোটবেলায়, 

যখন থেকে মানুষের ভাষা বুঝতে শিখা শুরু

শুরু মানুষের মত বুঝ হওয়া,   

তখন থেকেই শুনে আসছি - মানুষ হ 

মানুষের মত মানুষ হ,

সেই থেকে আমার মানুষ হওয়ার চেষ্টা;


বাবা মা পড়ালেখা করিয়েছেন, শিক্ষিত করে তুলেছেন

আর ক্রমাগত উপদেশ-বাণী - মানুষ হ, মানুষের মত মানুষ হ;


স্কুল কলেজে ইউনিভার্সিটিতে শিক্ষকরা শিক্ষা দিয়ে গিয়েছেন 

আর ক্রমাগত উপদেশ-বাণী - মানুষ হ, মানুষের মত মানুষ হ;


ময় মুরুব্বী আর আত্মীয়-স্বজনদের যখন যেখানে যথেচ্ছা উপদেশ-বাণী

 -  মানুষ হ, মানুষের মত মানুষ হ;


আমি ক্রমাগত তাদের উপদেশ-বাণী শুনে শুনে মুখস্থ করে ফেলেছি

 - আমাকে মানুষ হতে হবে, মানুষের মত মানুষ,

অথচ কেউ কখনো বলে নি মানুষ হতে হয় কি করে!


হ্যাঁ! 

আমি আয়নার দিকে তাকিয়ে দেখি ওখানে মানুষেরই অবয়ব,

হাত পা, চোখ নাক মুখ আর গড়নে একটা মানুষই দাঁড়িয়ে আছে;

তাহলে শেষ পর্যন্ত আমি মানুষ হয়েছি বোধহয়

আয়নার দিকে তাকিয়ে মুচকি হাসি থেকে হো হো হাসি

তারপরই থমকে যাই;


হো হো হাসিতে ঠোঁটের ভেতর দিয়ে দাঁত জিহ্বা দেখা যায়

ঐ জিহ্বা দিয়ে কত মিথ্যা কথাই না বলেছি

ঐ দাঁত দিয়ে কত হারামই না কামড়েছি

ঐ মুখ দিয়ে কত গীবতই না করেছি! 

ঐ যে চামড়ার চোখের ভেতর আরেকটি চোখ!

ঐ চোখ দিয়ে কত ভালো কে খারাপ নজরে দেখেছি! 

ঐ যে হাত! 

ওটা দিয়েই তো রোজগার! 

 - হারাম হালাল কতটুকু বেছেছি? 

ঐ যে পা! 

 - কত খারাপ জায়গাতেই না চলে গিয়েছি! 

ঐ যে মনের ভেতর আরেকটি মন!

পাপে পরিপূর্ণ - আর কেউ না জানুক আয়না তো জানে!

তবে!

তবে আর মানুষ হলাম কোথায়?

মানুষের অবয়ব থাকলেই কি মানুষ হওয়া যায়?


অথচ মজার বিষয় কি জানো?

মানুষ হতে গিয়ে অমানুষ হয়ে হয়েও, পুরোপুরি কিন্তু অমানুষও হতে পারি নি;


ওকথা কেন বলছি?


মানুষ সাধারণত হাসে

আমি হাসতে হাসতে কখনো কেঁদে ফেলি;

মানুষ সাধারণত কাঁদে

আমার কান্না আসে না তবুও মাঝে মধ্যে কাঁদতে গিয়ে হেসে ফেলি;

মানুষ ভালোবাসে

অথচ আমি! ভালোবাসতে বাসতেই ঘৃণায় নীল হয়ে যাই;

মানুষ ঘৃণা করে 

আর আমি? ঘৃণা করতে গিয়েও ভালোবেসে ফেলি; 

তবে কি আমি মানুষ নই? 


অমানুষের নাকি চোখে ভাব খেলা করে না 

অথচ ঠোঁট হাসলেই আমার চোখ হাসে, দুঃখে কাঁদে;

অমানুষের নাকি মনে আবেগ থাকে না 

বেশীরভাগ অমানুষের নাকি মনই থাকে না, 

অথচ আমার এখনো আকাশ ভালো লাগে 

ভালো লাগে নদী, পাহাড়, সমুদ্র  

ঝুম বৃষ্টি নামলেই আমি খোলা আকাশের নীচে 

আকাশে চাঁদ হাসলেই আমি জ্যোৎস্নায় ভাসি   

তবে কি আমি পরিপূর্ণ অমানুষ হতে পারি নি?  


আয়নার সামনে দাঁড়ালেই দ্বিখণ্ডিত আমি,

আয়নায় ওটা কার প্রতিচ্ছবি?

মানুষ?

না অমানুষ?


মানুষের এত কাছাকাছি অমানুষের বাস?

আমি নিজেই নিজেকে চিনতে পারি না, তোমরা চিনবে কি করে? 


 

#কবিতা 


০৩ নভেম্বর, ২০২২


দ্বিখণ্ডিত অমানুষ  

 - আহসানুল হক 



 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন