মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

একলা মা, একলা বাবা

 একলা মা, একলা বাবা 

 - আহসানুল হক 


জীবনের এক এক স্তর, মানুষের একেক রকম

প্রতিটা স্তরেই আমরা আসলে বড্ড একলা ভীষণ

কখনো বাবা, কখনো মা কখনো বা সন্তান আমি

কখনো সুখ, কখনো দুঃখ, জীবনটা এমনই জানি; 


একটা সময় স্বামী স্ত্রী দুজনার মাঝে গভীর প্রণয় ছিলো 

দুজনার ভালোবাসায় ঘর আলো করে একটি শিশু এলো   

তারপর আরেকজন, তারপর মতের অমিল যখন তখন 

প্রায়শই ঝগড়া আর নিত্য কথা কাটাকাটি, স্বামী স্ত্রী দুজন;  


একসময় আমরা দুজন আলোচনায় আলাদা হয়ে গেলেম

ছেলে মেয়ে দুটোকে আমরা দুজন ভাগাভাগি করে নিলেম

তুমি সিঙ্গেল বাবা হয়ে মেয়েকে নিয়ে আছ বড্ড সুখে

আমি সিঙ্গেল মা হয়ে যত কালিমা মেখেছি লোক মুখে;  


সিঙ্গেল বাবা হওয়া যতটা সহজ মা হওয়াটা বড্ড কঠিন

চাকরি করে সন্তান পালন ভয়াবহ কাটে মায়ের দিন 

বাবারও হয়তো বেশ কষ্ট হয়, একা সন্তান পালনে 

একলা মা দিনরাত খেটে মরে অর্থের প্রয়োজনে;  


এক সময় দুজনাই বোঝে জীবনের ভুলগুলো 

শুধু শুধুই তুচ্ছ কারণে দুজনে মিলে ঝগড়া করেছিলো 

সিঙ্গেল বাবা আর সিঙ্গেল মায়ের সন্তানরা দুঘরে বড় হয় 

বাবা আর মায়ের দুজনেরই নামেই তো সন্তানের পরিচয় 


এক সময় দু'ঘরে দু সন্তান বড় হয়ে পাখা মেলে

এক সময় দু'ঘরে একলা বাবা মা সন্তানদের বিয়ে হলে

এক সময় সিঙ্গেল বাবা একলা বাসায় একা ধুঁকে 

অন্য বাসায় সিঙ্গেল মা কাঁদে আদরের পুত্র শোকে;  


একসময় সন্তানরা বড় হলে যে যার পথ দেখবেই 

সিঙ্গেল বাবা আর সিঙ্গেল মায়ের কান্নায় চোখ ভিজবেই  

দু বাসায় দুজনার চোখের পানি, একা একা কথা বলে  

একাকীত্বের সমাপ্তি হবে, দুজনার ভবলীলা সাঙ্গ হলে।


  

একলা মা, একলা বাবা 

 - আহসানুল হক 



#কবিতা


১৯ জুন, ২০২২




   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন