রবিবার, ৩১ আগস্ট, ২০১৪

স্বপ্নে স্বপ্নে তুই


স্বপ্নে স্বপ্নে তুই
- যাযাবর জীবন

নদীপারের একলা গাছটা সেজেছে সবুজে আজ
আমাদেরই জন্য
ডালপালা মেলে দিয়েছে তোর আব্রু ঢাকতে
জানে সে, আমি তোর প্রেমে বন্য;
গাছের ছায়ায় তুই আর আমি
পাশ দিয়ে পায়ে হাটা মেঠো পথ
আকাশে মেঘ, ঝিরিঝিরি বৃষ্টি
সামনে বয়ে চলেছে নদী
আর চারিদিকে সবুজ ঘাসের গালিচা বেছানো রথ;
তুই গাছে হেলান দিয়ে
আমি তোর কোলে
তুই, আমি, বৃষ্টি আর নদীর কুলকুল ধ্বনি
নিস্তব্ধতায় কান পেতে
ভালোবাসার গুনগুন শুনি।

চোখ বুজে দিবাস্বপ্ন দেখতে কার না ভালো লাগে?
হোক না অবাস্তব কিংবা অলীক
না হয় অল্প কিছু সময়ের জন্যই
তুই আর আমি
স্বপ্নে স্বপ্নে দুজনে;
তারপর না হয় চোখ মেলে আবার যে যার পথে
বাস্তব কষাঘাতে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন