রবিবার, ৩১ মে, ২০১৫

বদল



বদল
- যাযাবর জীবন

সময়ে বদলে যায় জীবন
বদলায় অনুভব, বদলায় অনুভূতি
বদলায় ভালোবাসার ধরণ,
বদলায় প্রেম, বদলায় কামের চাহিদা
বদলায় শরীরের গড়ন;
বদলে যায় সুখ, বদলায় দুঃখ
সময়ে মানুষই বদলে যায়, কিবা চুল কিবা চরণ
বদলায় হৃদয়াভুতি, করেছিল যা হৃদয়ে ধরন।

সময় হলেই বদলে যায় সময়
শুধু একটু ধৈর্য ধরলেই হয়।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন