বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

চাঁদে অন্ধকার



চাঁদে অন্ধকার
- যাযাবর জীবন

কালো কফির চুমুকে তোর রাত্রি বিলাস
লাল মগে ক্ষরণ আমার
অনুভূতিগুলো আজকাল অবসন্ন তোর
প্রেমের চিৎকারে অন্ধকার;

মুঠো মুঠো চাঁদ সব দিয়েছি তোকে
তোর জীবনে জ্যোৎস্না কই?
চাঁদনি ধরতে গেলেই আমি
তো'তেই অন্ধ হই।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন