মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫

বদল



বদল
- যাযাবর জীবন

অনেকটাই বদলেছিস তুই
বদলেছে বাঁশি,
বদলেছে সুর, তাল, লয়
বদলে গেছে সময়;

করুণ হতে হতে প্রেমের বাঁশরি সুর বদলায়
রাতের সাথে বদলায় কালোর তারতম্য
ফিকে হতে হতে রঙ বদলায় ভোর,
ভেজা অশ্রুর লোনা স্বাদ নদী হয়ে গেছে
মহুয়ার মাদকতা নেই তোর বুকের ঘ্রাণে
আজকাল তুই চাঁদের সাথে হেসে উঠিস
সূর্যের সাথে চোখ মেলিস
ঘুমের সাথে সখ্যতা গড়ে তুলেছিস আঁধার রাতে
পুরোপুরি মানুষ হয়ে উঠেছিস তুই বন্য হতে হতে,
বদলাতে বদলাতে হয়তো পুরোটাই বদলে ফেলেছিস নিজেকে;

ভালোবাসার কোন লিঙ্গ নেই
সবার সাথেই মানিয়ে যায় সে খুব সহজেই
তোর সাথে
আমার সাথে
হাসির সাথে
কান্নার সাথে
মিলনের সাথে
বিচ্ছেদের সাথে
কিংবা সময়ের সাথে সাথে;

কিছুটা'তো বদলাতে হবেই এবার আমাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন