মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

কাগজ কলম বিহীন চিঠি



কাগজ কলম বিহীন চিঠি
- যাযাবর জীবন

অনেক দিন পর চিঠি লিখতে ইচ্ছে করছে তোকে
সেই সে আগেকার মত
সেই পুরনো দিনের ভালোবাসার মত;

একটু মন ভালো হতেই একটা চিঠি
একটু মন খারাপ হতেই একটা চিঠি
একটা চুমু খেতে ইচ্ছে হলেই একটা চিঠি
একটু জড়িয়ে ধরতে ইচ্ছে হলেই একটা চিঠি
বাহানা খুঁজতাম চিঠি লিখার তোর থেকে দূরে গেলেই
পুরনো সেই দিনগুলো বড্ড মনে পড়ে
আর আমাদের ভালোবাসা চিঠি লিখার ছলে;

অনেক দিন হলো চিঠি লিখা হয় না তোকে
হয়তো কালি ফুরিয়ে গেছে
কিংবা কাগজ
কিংবা মন
আর নয়তো সময়,
কিছু একটা হবে হয়তো!

আজ অনেক অনেক দিন পর চিঠি লিখতে ইচ্ছে করছে তোকে
সেই সে আগের দিনের মত;
শীতের রাতে চিঠি লিখার মজাই আলাদা
পৌষের রাতে ভালোবাসার মজাই আলাদা,
আর কিছু প্রেমের কথা
তোর আর আমার,
কাগজ কলম বিহীন চিঠিতে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন