সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫

পরিবর্তন



পরিবর্তন
- যাযাবর জীবন

একটা সময় থাকে শরীরের দিকে মন যায়
তারপর সময় গড়ালে মনের দিকে চোখ ধায়
কোন একটা সময়ে চোখে চোখ রাখার সময় কোথায়?
একটা সময় আসে অবসরে মন তাকাবার,
পরিবর্তন হয় ভালোবাসার ধরণ
পরিবর্তন সময়ের কারণ
চোখ বন্ধ করলেই পরিবর্তন স্বপ্নে
স্বপ্ন বন্ধ হলেই পরিবর্তন মনে
যখন অলীক কল্পনা ভেঙে যায় চোখ তাকালে
তখন স্বপ্নের ফেরিওয়ালা হাসে ওপরে বসে;

ডুব সাঁতারে চোখের নিমিষে সময়গুলো পারি দেয় খুনি সময়
তারপর ঘুম ভাঙ্গলে পরিবর্তন আসতেই হয়
শরীর ও মনে
স্বপ্নে ও জাগরণে
ভালোবাসা ও ঘৃণায়;

পরিবর্তন আসতেই হয় সম্পর্কে
চোখ মেলে চোখ তাকালে
মন খুলে মন দেখলে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন