চাঁদচক্র
- যাযাবর জীবন
চাঁদচক্রে জ্যোৎস্নার মৃত্যুর পরও বাকি থাকে কিছু রাত
ঘুমের বোঝাপড়া ভোরের সাথে,
চাঁদের সাথে সূর্যের সংঘাত
সকালের সাথে বিকেলের
অভিমানের সাথে ভালোবাসার
তোর সাথে আমার,
তারপর সন্ধ্যের পরে অবসন্ন রাত
আর একা একা দুজনের বিরহের বিলাপ।
আমাবস্যার রাত পার হতেই ব্লাউজের বোতাম খোলে নতুন চাঁদ
আলো আসবেই জ্যোৎস্নায়,
তারপর না হয় ভালোবাসার স্রোতে ভাসিয়ে নিস আমায়
কি আসে যায়, জোয়ার কিংবা ভাটায়?
যখন তুই আমি একসাথে
আর মনে ভালোবাসার সংলাপ।
চাঁদচক্রে জ্যোৎস্না আসবেই ঘুরেফিরে
প্রত্যেক অমাবস্যার পরে,
অভিমানের বাস ভালোবাসার ঘরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন