বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

প্রেম ঘড়ি


প্রেম ঘড়ি
- যাযাবর জীবন

শরীর কদিনের?
সকালে স্নিগ্ধ সূর্যোদয়
দুপুর কামে পুড়তে চায় সবাই
শরীরে বিকেল ঢলতেই সূর্যের তেজ মরে আসে
রাত্রি দুজনার স্পর্শানুভবের;

জীবন কদিনের?
ভালোবাসা অনুভবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন