অবগাহন
- যাযাবর জীবন
আমার আর চাঁদনির মাঝে যোগসূত্র চাঁদ
আমার আর জ্যোৎস্নার মাঝে হাইফেন অমাবস্যা
বাকি সব সম্পর্ক অন্ধকার
ভালোবাসা বেদনার;
চাঁদের ঈর্ষা যখনই চাঁদনির সাথে
প্রেমে অন্ধকার আসে তখন নেমে
জ্যোৎস্না ধরেছিল কে, কোথায়, কবে?
তুই ক্রমাগত ভিজে চলেছিস প্রেমে;
শারীরিক আকর্ষণ তো কিছু থাকেই প্রেমে
ক্ষরণ থাকে ভালোবাসায় বিরহ নামে;
তাই বলে কি ভালোবাসলেই ভিজে যেতে হয়?
কান্নায় কিংবা কামে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন