এলোমেলো বাঁশি
- যাযাবর জীবন
চৌরসিয়ার বাঁশিতে রাত নামতেই
মনে হাহাকার
স্তব্ধ তবলার ধা তিন তিন
রাতের চোখে পানি
নিঃশব্দ পৃথিবী
নিঃশব্দ তুই
নিঃশব্দ আমি;
রাতের বাঁশিতেও আলো জ্বলে
যদি প্রেম থাকে মনে
চৌরসিয়ার বাঁশিতে প্রেম জাগতেই সূর্যের হাসি
সকালের মুখে
তোর চোখে;
আর নয়তো কাঁদে প্রেমহীন অন্ধকার
কাঁদে রাত
আর আমি
একা একা তবলার ধা তিন তিনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন