বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

বিকেল স্বপ্ন


বিকেল স্বপ্ন
- যাযাবর জীবন

শীতের বিকেল
হিমেল হাওয়া
ঝিরিঝিরি কুয়াশা
ঠোঁটের ওমে ঠোঁট
কফির কাপে চুমুক
পাশে তুই;
চুমুকে চুমুকে চুমু
স্বপ্ন না সত্যি
ভেবে বিহ্বল রই
তোর ঠোঁটকে ঠোঁটে ছুঁই
তারপর দু-জনা একসাথে
কফির কাপে চুমুক
আমার পাশে তুই।

শীতের বিকেলে
লেপের আয়েশে
স্বপ্ন দেখতে কার না ইচ্ছে করে?
তুই বড্ড জ্বালাস
যখন তখন, স্মৃতি হয়ে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন