শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫

বাঁক



বাঁক
- যাযাবর জীবন

কত বাঁক নদীর
কত বাঁক নারীর
জোয়ার ভাটার মন
মনের বাঁক গভীর;

আমারও সাধ জাগে কচুরিপানা হতে,
ভাসতে কিংবা ডুবতে
নদী ও নারীতে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন