ভালোবাসার প্রতারণা
- যাযাবর জীবন
প্রেম আসতেই থাকে জীবনে
মন যদি থাকে রক্তমাংসের শরীরে;
শৈশবে বাল্যপ্রেম কিছুদিন
কৈশোরে মন কেমন কেমন উদাসীন
উথালপাথাল যৌবনে ভালোবাসা রঙিন
বিয়ের পর ঘরকুনো কিছুদিন
তারপর মন আবার বল্গাহরিণ
প্রেমসাগরে ডুবে থেকেও জীবন যেন প্রেমহীন;
পর নারীতে নরের মন ছোক ছোক
পর পুরুষে নারীর বাঁকা চোখ
শরীর যতদিন কথা বলে শরীরের সাথে
একের পর এক প্রেম আসতেই থাকে
মনের আর কি দোষ
এ যে ভালোবাসা রোগ।
শরীর ঘুমিয়ে যাওয়ার পর কোন একদিন দেখে নিস
থরে থরে সাজানো ভালোবাসার মমিগুলো
প্রেম যাদুঘরের দরজা খুলে;
আর অখণ্ড অবসরে পাঠ করিস প্রতারণার সব পুঁথি কাব্য,
প্রেমিকের সাথে প্রেমিকার
স্বামীর সাথে স্ত্রীর
আর নিজের সাথে নিজের, ভালোবাসার নামে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন