মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫

মন খারাপের রাত



মন খারাপের রাত
- যাযাবর জীবন

আজ মনমরা জোছনা
আজ রাতের গায়ে কুয়াশা
আজ মনমরা রাত
আজ মন খারাপে বিষণ্ণ চাঁদ;

আজ তোর ও তার দুজনারই মন খারাপ,
আমি দেখেছি তার কান্না তোর মন খারাপে
আমি দেখেছি তোর কান্না তোর হাসির আড়ালে,
আমার মনখারাপ না হয় আড়াল দিলাম আজ কুয়াশার চাদরে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন