শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

শবচন্দ্রিমা



শবচন্দ্রিমা
- যাযাবর জীবন


মৃত শরীরে আজ পূর্ণিমা
আজ বৃষ্টি নামবে পড়ে থাকা শবে
কাম খুবলে খাবে দেহ
জেগে থাকবে চোখ;
আজ না হয় প্রথমবারের মত
শবচন্দ্রিমা হোক;

দেহটা পড়ে আছে সারারাত রমণ শেষে
শবের দেহে নতুন প্রাণ
শরীরে জেগেছিল তার শবচন্দ্রিমার গান,
তারপর
ঘর্মাক্ত পিঠে জ্যোৎস্না চমকায়
শবের চোখে স্বপ্নালু চাঁদ;

শরীর কথা বললে প্রেম আসবেই
শব কিংবা মানবের দেহে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন