স্বার্থপরতা
- যাযাবর জীবন
আমার চারিদিকে কতগুলো মানুষ ঘোরে
কতগুলো মানুষ খুব কাছে আসে
মানুষগুলো খুব আদরে কাছে ডাকে
পথের বাঁকে বাঁকে অপেক্ষায় থাকে
জীবনের রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে থাকে
প্রায়ঃশই আমায় বলে ভালোবাসে,
আমার বোঝার সাধ্য কই?
ভালোবাসার সংজ্ঞা জানা নেই আমার।
আমার চারিদিকে কতগুলো মানুষ ঘোরে
তারা আমায় চায় খুব আপন করে
তাতে আমার কি যায় আসে?
আমার সকল চাওয়া তো শুধুই নিজের তরে,
পেয়ে আমি খুব অভ্যস্ত
দেবার প্রয়োজন বোধ করি নি কাওকে কখনো
স্বার্থপরের রাজ্যে আমার আধিপত্য একচ্ছত্র
দূরে থাকো সবাই আমার কাছ থেকে।
মানবের প্রেম তো মানবীর সাথে
স্বার্থপরের স্থান কোথায় ভালোবাসার ঘরে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন