বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

ওম



ওম
- যাযাবর জীবন

শীতের সন্ধ্যে চুমুর গন্ধে ম ম
কামগন্ধে রাতের হাতছানি
কতদিন মুখ গুঁজি না তোর বুকের ভাঁজে! একটু ওম নিতে,
আমার চোখে রাত নামার আগেই
তুই গভীর ঘুমে,
অতৃপ্ত কামনায় মন কাটে রাতঘুমে;

অনেক দিন ম ম করে না ঠোঁট চুমুর গন্ধে
তুই শহর ছাড়তেই জাঁকিয়ে শীত নেমেছিল ঊরুর ভাঁজে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন