রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

অসভ্য রাত



অসভ্য রাত
- যাযাবর জীবন

কিছু রাত্রি ঘন অন্ধকার
কিছু রাত্রি পাহারা দেয় ঘুম
কিছু রাত্রি জেগে কাটায়
কিছু রাত্রি ঘুমে দেয় চুম;

কেও রাত্রিতে ঘুমায়
কেও নির্ঘুম চোখ পোড়ায়
কেও ঘুমায় প্রিয়ার বুকে
কারো অশ্রু প্রিয়ার শোকে;

কারো রাত্রি অমাবস্যা
তো কারো চাঁদনিময়
রাত্রিগুলো রাতেই আসে
দিনের আলো করতে ক্ষয়;

কারো রাত্রি ঘুমোচ্ছে আজ গভীর ঘুমে
মধুচন্দ্রিমায় কারো ঠোঁট জেগে গভীর চুমে
কিছু রাত্রির হাতে অন্ধকার রাখে ঘুমের হাত
অজর প্রেমে কাওকে জাগিয়ে রাখে অসভ্য রাত;

রাত্রিরও তো মাঝে মাঝে অসভ্য হতে ইচ্ছে করে
রতি রত যুগলের মত;
সব রাত'তো আর ঘুমের জন্য নয়
চাঁদনি রাত শুধুই চাঁদের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন