শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

অসম অনুভূতি



অসম অনুভূতি
- যাযাবর জীবন

মানব মানবীর সম্পর্কগুলো শরীর বৃত্তিও
প্রেম নিমিত্ত মাত্র
অনুভূতিগুলো হয়তো ক্ষরণ ঘটায়
ভালোবাসা বায়বীয়।

স্বপ্নভঙ্গে ভোকাট্টা প্রেম-ঘুড়ি
আঘাতে বোধোদয়,
প্রেম কোথায়?
শুধুই কষ্ট কষ্ট অনুভব।

ফুলদানির হাসি বাহারি তাজা ফুলে?
অশ্রু-নয়নে রাতভর তারা গোনা, ভালোবাসা নয়।

তুই এখনো জ্যোৎস্না দেখিস
আমার চোখে রাত্রি;

ভালোবাসার বায়বীয় অনুভূতিগুলো এত অসম কেন?

আমি আজো মন পাহারা দিচ্ছি
তুই অপেক্ষায় ভালোবাসার ঘরে, কেওর মেলে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন