সোমবার, ২৭ মার্চ, ২০১৭

জীবন রেল



জীবন রেল
- যাযাবর জীবন

আমরা তিন জন
তিন ভুবনের মানুষ
তিন জীবন
তিন স্থানে,
সকালে বের হয়ে যাই যে যার কাজে
যে যার অবস্থান থেকে
যার যার পেটের টানে,
সারাদিন জীবন রেলে ঘুরেফিরে
রাত্রিবেলায় ক্ষুধাগাড়িতে তেল ভরে
বার্ধক্যের স্মৃতিগাড়িতে ঘুরে বেড়াই
শৈশব, কৈশোর আর যৌবন এর ষ্টেশনে;
দিন আসে দিন যায়
কু ঝিক ঝিক বার্ধক্যের জীবন রেল গন্তব্য খুঁজে বেড়ায়
ষ্টেশন থেকে ষ্টেশনে;

অতীতের সাথে মেলে না বর্তমান
বর্তমানের সাথে মেলে না ভবিষ্যৎ
তবুও কালের বৃত্তে তিনকালের অষ্টেপিষ্টে জড়াজড়ি
একে অন্যের পিঠে চড়ে;

আমাদের তিন জন যেন সময়ের তিন কাল,
সে অতীত'কে ধরে রেখেছে বর্তমানে
তুই বর্তমানকে নিয়ে যেতে চাস ভবিষ্যতে
আমি ভবিষ্যতের অপেক্ষায় উপেক্ষা করেছি তাকে
তোর থেকে চোখ বন্ধ করে আছি বর্তমানে
মানুষের মাঝে পাথর হয়ে;

শুধু একটি জায়গাতেই মিল আমাদের
আমরা তিনজন একই ভালোবাসার বৃত্তে ত্রিভুজ প্রেমে।

একদিন খুব সহসাই ভালোবাসার বৃত্তে কেন্দ্র হয়ে যাবে
সাড়ে তিন হাতের ছোট্ট একটি ঘর,
আমাদের শেষ ষ্টেশন
কিংবা জীবনের;
প্রথম যাত্রী কে হবে?
তুই
আমি
না সে?

আমরা তিন জন
তিন ভুবনের মানুষ
কু ঝিক ঝিক রেলের পাতে
জীবন রেলে.........।




প্রেম-আনাড়ি



প্রেম-আনাড়ি
- যাযাবর জীবন

সকাল ভিজেছিল রোদে
দুপুর মন খারাপের মেঘে
বিকেলে ঝড় উঠলো মনে
সন্ধ্যেয় কান্না বৃষ্টি
সারারাত অভিমানের অন্ধকার
শরীর শরীর ছুঁয়ে দিতেই পাখির কুজন ভোরে
সকাল ভিজে যায় রোদে;

একদিনে ষড়ঋতু তোকেই মানায়, নারী
নর, তুই বড্ড প্রেম-আনাড়ি।




ফাঁদ


ফাঁদ
- যাযাবর জীবন

তোর দিকে তাকালেই আমি চাঁদ,
মিছে রাত্রি মিছে জ্যোৎস্না
মিছে তুই
আর মিছেই ভালোবাসার ফাঁদ।





ভিজে যাওয়া




ভিজে যাওয়া
- যাযাবর জীবন

কেও কামে ভেজে
কেও চোখের জলে;
একমাত্র প্রেমই ভেজায় দু'ভাবে।


ভাঙন



ভাঙন
- যাযাবর জীবন

রাগ কমার অপেক্ষায় থাকতে থাকতে
ভালোবাসাই হয়ে যায় পর
অভিমান ভাঙার অপেক্ষায় থাকতে থাকতে
ভেঙে যায় ভালোবাসার ঘর।



অভ্যাস


অভ্যাস
- যাযাবর জীবন

তুই আমার অভ্যাস নষ্ট করে দিয়েছিস
সারারাত জড়িয়ে ধরে ধরে;
অন্ধকার ঘরে একলা আমি থাকব কেমন করে?



ইচ্ছে



ইচ্ছে
- যাযাবর জীবন

তারুণ্যে কৌতূহল
যৌবনে শরীরে শরীর
প্রৌঢ়ত্বে সংযম
বার্ধক্যে অবলোকন;

ইশশ্ যদি আবার শিশু হতেম!!!!


মাঝি


মাঝি
-যাযাবর জীবন

সময় গড়ায় স্রোতের মতন
বয়স গড়িয়ে নদী,
নদী ও জীবনে জোয়ারভাটা
যে যার নৌকোর মাঝি।



রবিবার, ২৬ মার্চ, ২০১৭

তো'তে সংসার




তো'তে সংসার
- যাযাবর জীবন

কতজন কত ভাবে
কত কিছুর সাথেই না সংসার করে!
মেনে নিয়ে কিংবা মানিয়ে নিয়ে;

কেও সংসার করে অর্থের সাথে, কেও স্বার্থের
কেও সুন্দরের সাথে, কেও মনের
কেও সম্পদের সাথে, কেও টানাপোড়নের
কেও ভালোবেসে, কেও ঘৃণা নিয়ে
কেও মন থেকে, কেও বাধ্য হয়ে
কেও পরিস্থিতির স্বীকার, কিছু বাস্তবতার;

আমি শুধুই তোকে দেখেছি
তো'তেই শুরু
তো'তেই জীবন
তো'তেই আমার সংসার;

আমি বাবা-মার
ভাই-বোনের
সন্তানের
পরিবার, পরিজনের
বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন
আর বাকি সবার;


তুই শুধুই আমার।





শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭

তুই ঋতু



তুই ঋতু
- যাযাবর জীবন

তোকে নিয়ে
শীত গ্রীষ্ম বর্ষায়
রোদ বৃষ্টি ঝড়ে
মরুতে তুষারে
ঠাণ্ডা গরমে
রাগে অনুরাগে
মিলে মিশে আছি বেশ;
সেই কোন সুবহে সাদিকে
প্রেম শুরু তোতে
সারা দিনমান লেপ্টে তোর সাথে
গভীর রাতেও তোতে হয়নি প্রেমের শেষ।





এত্ত এত্ত নাম



এত্ত এত্ত নাম
- যাযাবর জীবন

প্রায়শই লোকে আমায় নানা নামে ডাকে,
কিছু বুঝি
কিছু বুঝতে চেষ্টা করি
কিছু চেষ্টা করেও বুঝি না;

সেই ছোটবেলা থেকে শুনে এসেছি 'পাগল' ডাক;
যুগের পরিবর্তনে হয়তো তোমাদের মানসিকতার পরিবর্তন হয়েছে
পরিবর্তন হয়েছে দৃষ্টিভঙ্গির,
এক সময় দেখলাম কাছের মানুষগুলো ডাকা শুরু করলো অটিষ্টিক
শুধুই কাছের মানুষগুলো
বাকিদের কাছে কিন্তু পাগলই,
তবে কাছের মানুষগুলোও রেগে গেলে বড় করে ধমকে উঠত
ভাগ এখান থেকে পাআআ গল!
আমি প্রায়শই পায়ের দিকে চেয়ে থাকি
আসলেই তো আকারে আকৃতিতে আমার পা দুটো গোল;

'গাধা' তো হরহামেশাই শুনি তোমাদের মুখে
গাধার ছবির বই নিয়ে আয়নায় সামনে যাই
মিলাতে চেষ্টা করি,
উঁহু! মেলে না আমার চেহারার সাথে;

তোমাদের আরেকটি কমন ডাক 'বান্দর'
আমি চিড়িয়াখানায় বাঁদরের খাঁচার সামনে দাঁড়িয়ে দেখি আর ভাবি
খুব কি মেলে? আমার সাথে,
কই! গড়নে একটু না হয় মিল
সাইজে একটু ছোট আর বড়
তবে আমার গায়ে এত পশম তো নেই!
পশম না থাকার দুঃখে বাদাম খেতে খেতে
আকাশের দিকে উদাস চেয়ে থাকি;

সময়ের সাথে সাথে সম্বোধনে বদল আসে
ইদানীং অনেকেই মহিষ ডাকে
আমি ঢাকা শহরে মহিষ না পেয়ে
সেই সুদূর নিঝুম দ্বিপে গেলাম
মহিষের সন্ধানে,
ইয়া ইয়া এক একটা মহিষের আকার
পাশে দাঁড়াতেই ভয় করে,
রাখাল অভয় দিতেই পাশে দাঁড়াই
ওদের গায়ে হাত বুলাই
আদরে চোখ বুজে ফেলে;
বাহ! তা হলে তো ঠিকই আছে
আমাকে আদর করলেও আমার চোখ বন্ধ হয়ে যায় ঘুমে,
তবে ওরা চার পায়ে ভর দিয়ে চলে
আমিও এক দু বার চেষ্টা করে বিরক্ত হয়ে বুঝলাম
নাহ! একমাত্র রঙ এবং ওজনের মিল ছাড়া মহিষের সাথে আমার আর কোন সাদৃশ্য নেই;

কেও কেও আমাকে রুক্ষ ডাকে
কেও ডাকে রূঢ়ভাষী,
আমার দোষ আমি ফোন করি না, ফোন ধরি না,
ধরলেও নাকি কোমল সুরে কথা বলি না;
আমি দাবদাহ গ্রীষ্মে ফাটা ক্ষেতের সাথে আমার চামড়া মেলাই
কিছু মিল খুঁজে পাই
মাটিতে মাটিতে মিল তো থাকতেই পারে
তবে অতটা রুক্ষতা পাই নি এখনো,
আর কোকিলের সাথে গলা মিলিয়ে পেলাম
আসলেও কোমল স্বর বের হয় না আমার গলাতে;

কেও কেও ডাকে 'স্বার্থপর'
স্বার্থ কথাটা সম্ভবত অর্থের সাথে জড়িত
ফকিরের আবার অর্থ!
স্বার্থ মানে কি অর্থ ঋণ নেয়া?
উঁহু! ঋণ নেই নি তো কখনোই কারো কাছ থেকেই,
না অর্থের জন্য বসেছি থালা হাতে মসজিদের গেটে,
তাহলে? স্বার্থ কি অর্থের সাথে সংশ্লিষ্ট নয়?
তবে?
আচ্ছা! স্বার্থপর কি কোন বস্তু?
কোন প্রাণী?
এ ডাকটার কারণ খুঁজে পাই নি
তবে এখনো খুঁজছি,
তোমরা পেলে জানিও কিন্তু আমায়;

একসময় বাবা-মায়ের দেয়া একটা নাম ছিল আমার
তোমাদের দেয়া হাজার নামের ভিড়ে সে নাম খুঁজে পাই না এখন আর;
বিভিন্ন সময় তোমাদেরই দেয়া নামের অর্থ খুঁজতেই
এ জায়গা ও জায়গা সে জায়গা
নানা জায়গায় করতে হয়েছে বিচরণ,
সেটাও আরেক দোষ হয়ে গেলো আমার;
ঘুরে বেড়ানোর শাস্তিস্বরূপ তোমরা ডাকা শুরু করলে 'যাযাবর'
'যাযাবর' আমার নাম নয়
তোমাদের ডাকা নাম,
তোমাদের দেয়া নাম;

আমার আসল নাম ভুলে গেছি কবেই!




বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

রাত-স্বপ্ন



রাত-স্বপ্ন
- যাযাবর জীবন

রাতের কোন গান নেই
ঝিঁঝিঁর ডাকে গান
রাতের কোন সুর নেই
স্রোত ভাঙার তান;
তুই হীনা কবিতা নেই
ভালোবাসার কথা
তুই ছাড়া রঙগুলো সব
সাদাকালোয় আঁকা;
রাতের সব ঘুমগুলো
দিয়ে দিয়েছি তোকে
চোখ বুজলে তুই ভাসিস
সবগুলো মনের চোখে।





বুধবার, ২২ মার্চ, ২০১৭

ভালোবাসার তুই


ভালোবাসার তুই
- যাযাবর জীবন

একদিন প্রেম বলে তুই চুপ
একদিন প্রেম করে তোর ডুব
একদিন ভালোবেসে তুই তাঁরা
একদিনের ভালোবাসায় তুই নিদ হারা;

আমি ভালোবাসি প্রতিদিন,
প্রতিদিন তোকে;
ভোরের স্বপ্নে তুই চোখে
সকাল দুপুরে কাজের ফাঁকে
সন্ধ্যের চায়ে, চুমু চুমুকে
আর সারা রাত্রি রাখি তোকে বুকে।




কর্পোরেট যন্ত্র



কর্পোরেট যন্ত্র
- যাযাবর জীবন

মানুষ কোথায়?
কর্পোরেট সভ্যতায়;

চেয়ারে বসে থাকে কিছু যন্ত্র,
কর্পোরেট চেয়ারে;

যন্ত্রের ভেতর থকথকে লোভ
পূতি-দুর্গন্ধময় লালসা
আর ঘন কালো স্বার্থ;
যন্ত্রের চেয়ারে ঘিরে কিছু সেবা সংস্থা
সংস্থার কিছু মানুষ
ভাতের অহ্নেষণে
কাজের বিনিময় অর্থ;

সেবা সংস্থাগুলোরও বলিহারি
মানুষগুলো মাঝে মাঝে ভাত জুটোতে গিয়ে ফুটো করে ফেলে হাড়ি,
কাজ পাওয়াটাই এদের মুখ্য স্বার্থ
কাজ পেলে, তবেই না অর্থ;
কর্পোরেট যন্ত্রের কাছে এরা কিন্তু মানুষ নয়
স্বার্থ উদ্ধার করে দিলে ভগবান
না পারলে শয়তান;
কখনো কালকের শয়তান আজকের ভগবান
কখনো'বা ভগবানই বনে যায় শয়তান;

কর্পোরেটে মানুষ কোথায়?
চেয়ারে বসা কিছু যন্ত্র
কিছু স্বার্থ
নগদ অর্থ
চারিদিকে কিছু ভগবান আর শয়তান
আর কর্পোরেট সেবা প্রদানকারী কিছু সংস্থান;

মাঝে মাঝে বড্ড ইচ্ছে করে
যন্ত্রগুলোকে খুলে খুলে দেখতে,
জানতে ইচ্ছে করে এরা পেট্রলে চলে?
না ডিজেলে?


আচ্ছা! এদের রক্ত আছে?






মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭

কথার পিঠে কথন



কথার পিঠে কথন
- যাযাবর জীবন

ইশশ, বড্ড গরম পড়েছে আজ।

জানো?
আমার না খুব বৃষ্টি হয়ে ঝরতে ইচ্ছে করে,
তোমার অথবা সাংগুর বুকে;

হা হা
এই দমাফাটা গরমে?
সাঙ্গু তো কবেই আমার বৃদ্ধ বুকের চাতাল
তোর যৌবনের সাধ্য আছে? ডুবাতে সাংগু
কিংবা ভেজাতে আমায়!

ধ্যাত! কি যে বল না?
আচ্ছা! ট্যাংগোয়া হাওরে গিয়েছ কখনো?
আমি একদিন নৌকো হবো তোমার হাওরে;

হা হা
আচ্ছা, চল তবে হাওর হই, নৌকো বিহারে;

নাহ! এখন থাক,
হাওর এখনও নাবালিকা,
আরেকটু বর্ষা নামুক
যৌবন এলে তখন না হয় যাবো দুজনে!

যৌবন চিনিস?
ভরা বর্ষা?
না চিনলে আয়নায় তাকা;
এখনো ভেজাস নি কাওকে?
তবে কেন এসেছিস পাতা ঝরা শীতের বিকেলে?
ভেজাতে আমায়;
কেন বুঝিস না
আমাদের চাহিদার দূরত্ব এক চাঁদ;
প্রাপ্তি?
সে তো কালোরাত;
তুই চাঁদ হ
আমি অমাবস্যা হয়ে গেছি সেই কবেই!

উঁহু,
তা হবে না
চাঁদের গায়ে কলঙ্ক;
তার চেয়ে বরং আমি সূর্য হই
পোড়াব তোমাকে
আর না হয় মাটি
পুতুল তো পাব!
ভালোবাসি তোমায়
তোমার ছায়া
তোমার কায়া
ঝুরঝুরে বালি হবে যেদিন, পুতুল বানাব
ভালোবাসব
আর ভালোবাসব।

তুই বড্ড বোকা,
বড্ড নাছোড়বান্দা!
তুই চাঁদ হ কিংবা সূর্য, কি এসে যায় আমার?
যখন তোর যৌবন
আমি তখন রাত;
দূরত্ব সময়ের
দূরত্ব বয়সের
দূরত্ব ভালোবাসার,
দূরত্ব, তোর আর আমার।




কাছে ও দূরে



কাছে ও দূরে
- যাযাবর জীবন

চেনা বলতে তো একমাত্র তুই'ই ছিলি পাশে
বন্ধুত্ব আর ভালোবাসায়
কাছে আসায় ও দূরে সরায়
অভিমানে ও ঘৃণায়;
আমি না হয় পশু মানব
তবুও তো ভালো বেসেছিলি! না হয় অবহেলায়;

এখনো রাত হলেই তুই জ্যোৎস্না
এখনো বৃষ্টি এলেই তুই কান্না
এখনো রোদ উঠলেই তুই দহন
এখনো চায়ের কাপে তুই ক্ষরণ
এখনো সন্ধ্যে হলেই মন আনচান
এখনো ফুলের গন্ধে তোর বুকের ঘ্রাণ;

একদিন তাঁরাদের মাঝে তোকে খুঁজতে খুঁজতে
ঠিক আমি রাত হয়ে যাব,
তোর পাশে
আকাশেতে;
সেদিন আবার না হয় ভালোবাসিস আমায়
না হয় আগের মতই, খুব অবহেলায়।





শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭

সাজ


সাজ
- যাযাবর জীবন

নারী তুমি সাজো কেন?
তোমার চোখে সুন্দর দেখাতে;

মেকআপের পরতে, কাঁচের আরশিতে কি সৌন্দর্য দেখা যায়?
তাহলে সৌন্দর্য কোথায়?

সৌন্দর্য আমার চোখের আয়নায়।


বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭

হিপোক্রেসি



হিপোক্রেসি
- যাযাবর জীবন

ভালোবাসা মনের
বিছানা কামের
শরীরে শরীরে পার্থক্য কোথায়?
শরীর যখন বিছানায়;
কামে অরুচি নাই মানবের
ভালোবাসা কেন একজনের?

তোর জন্য মন পোড়ে
শরীর আমার সবার তরে;
কুকুরের কোন হিপোক্রেসি নাই।


মাটির ঘর



মাটির ঘর
- যাযাবর জীবন

এক হাজার বর্গফুট বাড়ি?
রাত কাটানোর জন্য খুব বেশী ছোট না?
টিনের ছাদ, মাটির মেঝে, হ্যারিকেন বাতি
ধ্যাত! এ যুগে এও কি হয়?

পাকা দালান, সিমেন্টের মেঝে, বিজলির আলো
দুহাজারে চলে যায় কোন মতে মন্দের ভালো;
তিন-হাজার হলে হলরুমটা সাজানো যায় বেশ
মোজাইক মেঝেতে কার্পেট টার্কিশ
পাঁচ হাজার হলে!
বাহ্! বেশ, বেশ, অনেকটাই আত্মতৃপ্তি হলো;
হাজার হাজার বর্গফুট ঘর
চাহিদা কি আর সীমা মেপে হয়?

আরে কাটাতে হবে সাড়ে তিন হাত বাই সোয়া হাত ঘরে
একা
যুগের পর যুগ
শতাব্দীর পর শতাব্দী
হাজার হাজার বছর;
ছোট্ট একটি ঘর
আলোহীন
শব্দহীন
বদ্ধ গুমোট
মাটির ঘর।



মানবীয় কর্পোরেট



মানবীয় কর্পোরেট
যাযাবর জীবন

সম্পর্ক মানবীয়
সম্পর্ক কর্পোরেট
সম্পর্ক মানবীয় কর্পোরেট;
সম্পর্কের অতীত, বর্তমান, ভবিষ্যৎ অপভ্রংশ;

বাবা মা ভাই বোন মানবীয়
কর্পোরেট শুধুই স্বার্থ;

দুর্দিনের কাঁধ, বন্ধুত্ব মানবীয়
ওপরে ওঠার সিঁড়ি, কাঁধে পা, কর্পোরেট বন্ধুত্ব;

প্রেম, ভালোবাসা, প্রেমিক, প্রেমিকা কেবলমাত্র মানবীয়
স্বার্থ, কাম, বিছানা কর্পোরেটে সম্পর্কের নিমিত্ত;

জয়তু সম্পর্ক
জয়তু স্বার্থ
জয়তু কর্পোরেট;

মানবীয় কর্পোরেট
মানবীয় সম্পর্কের ভবিষ্যৎ অপভ্রংশ।


মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭

তাঁরার দেশে


তাঁরার দেশে
- যাযাবর জীবন

কোন একদিন চোখ খুলে দেখবি দেয়াল ফাকা
কোন একদিন অনেক ডাকাডাকিতেও সাড়াশব্দ মিলবে না
কোন একদিন ফোনটাও হয়ে যাবে নীরব নিশ্চুপ
তারপর অনেক অনেক দিন ধরে বিচ্ছিন্ন যোগাযোগ;

হঠাৎ একদিন আকাশের নতুন তারাটার দিকে চোখ পড়লেই বুঝবি
আমি রাত হয়ে গিয়েছি।




অসম্পূর্ণ অনুভব



অসম্পূর্ণ অনুভব
- যাযাবর জীবন

কিছু অনুভূতি স্পর্শের
কিছু অচেনা কিছু পর
কিছু সম্পর্ক অসম্পূর্ণ
কিছু কিছু বাঁধে ঘর;

কিছু স্পর্শ ছিল তোর ভালোবাসার
কিছু অবহেলার
কিছু নিঃস্পৃহ
অতঃপর
অনুভূতি-শূন্য হতে হতে আমায় করেছিস পর,
সাজানো গোছানো অনেক সুখের তোর ঘর;

কিছু অসম্পূর্ণ সম্পর্ক আমায় ভাবায় দিনান্ত
কিছু অচেনা অনুভবে কাটাই প্রহরান্ত।




শনিবার, ১১ মার্চ, ২০১৭

বৃষ্টি বিলাস



বৃষ্টি বিলাস
- যাযাবর জীবন

আজ বৃষ্টি
আজ মন ছুটি;

আজ কানের নিঃশব্দটা
হৃদয়ের স্তব্ধটা
কাঁথা-মুড়ি মনের বিছানা বিলাস,
আজ কলমের অলস বিলাস
আজ চায়ের কাপে বৃষ্টি বিলাস
বৃষ্টি বিলাস.....................

আজ ভালোবাসা উঁকি দিলে
ধুয়ে দেব বৃষ্টিতে।



বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭

ভালোবাসার রাত



ভালোবাসার রাত
- যাযাবর জীবন

ভালোবাসা মানেই মন খারাপ
গ্রীষ্মের দুপুরে বৃষ্টির ছাট
ভালোবাসা মানেই নির্ঘুম রাত
জ্যোৎস্না রাতে কান্না বিলাস;
ভালোবাসায় কষ্ট কষ্ট সুখ
ভেজা ভেজা চোখে নুন চাটা দুখ,
ভালোবাসায় অবদমিত কান্না
অস্থির অষ্টপ্রহর
ভালোবাসায় নষ্ট রাতের
কষ্ট কষ্ট ভোর;

তুই ভালোবেসেছিস
তোর কান্না;
অনেক কেটেছে আমার নির্ঘুম রাত,
ভালোবাসা আর না।




মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭

পথের সমাপ্তি


পথের সমাপ্তি
- যাযাবর জীবন

অনেকটাই পথ হেঁটেছি দুজনে মিলে
পাড়ি দিয়েছি অনেকগুলো ভালোবাসার সেতু
এবার চল ঝুলোঝুলি বসে
একবার ফেলে আসা দিনগুলোর হিসেব দেখে নেই দুজনে মিলে;

কে বলেছে সব হিসেব মিলতেই হয়?
ভালোবাসার হিসেব কখনো কি মিলে?
হয় তুই এগিয়ে থাকবি কিছু পথ
কিংবা আমি কিছু সেতু,
তারপর আবার'তো সেই রেললাইনের পাতে জীবন হাঁটা
দুজনে মিলে
জীবনের সাথে......

পথের শেষ কোথায় জানিস?
মাটির ঘরে;

কে আগে পৌঁছুবে?
তুই
না আমি?

সময় বলে দেবে।



প্রেম-পর্ব



প্রেম-পর্ব
- যাযাবর জীবন

চোখে শুরু
ঠোঁটে আঠা
হাত গরম
মন নরম
ডাকছে বিছানাটা;

চল আমরাও শুরু করি চোখে
দেহে বিকেল ঢলার আগে।


সোমবার, ৬ মার্চ, ২০১৭

পোড়া চা


পোড়া চা
- যাযাবর জীবন

টেবিলের দুপাশে আজো ছিলাম ঠিক দুজনই
সেই সেদিনটার মত
দুপুরটাও ছিল আজ ম্যাড়ম্যাড়ে বিষণ্ণ
মন খারাপের যত
আজো দু পেয়ালা চায়ে দুজনার টুকটাক কথা
টেবিলের দুপাশে দুজন বসে,
- তুই আর আমি নই
অন্যকেও আমার সাথে;

চোখে চোখ রাখছিলও সে
- ছলছল চোখে
- হোঁচট খেয়েছিল হয়তো আমার নির্লিপ্ত চোখ দেখে

চায়ের কাপে ফুঁ দিতে দিতে
কথাও হয়েছিল বেশ কিছু
- অনুভূতিহীন অদরকারি টুকিটাকি;

কেন জানি হঠাৎ করেই তোর কথা বড্ড মনে হচ্ছিল
হাতে তোর দেয়া চায়ের কাপটা ধরে;
চুমিয়া চা কি আর সবাই খেতে পারে?

চায়ের মগ হাতে বসে আছি এখনো
ঠোঁট পোড়ার কথা, মন পোড়ে কেন?


স্মৃতির ঘর


স্মৃতির ঘর
- যাযাবর জীবন

মনের ভেতরে একটা ঘর আছে
অনেকগুলো স্মৃতি সাজানো সেখানে
থরে থরে;
বইয়ের তাক দেখেছ কখনো?
অযত্নে অবহেলায় ঘুণ ধরে
সময় গেলে
স্মৃতির তাক চকচক করে
যুগ যুগ ধরে
প্রতিটা মানুষের প্রতিটা কথা জমা থাকে
স্মৃতির ঘরে
থরে থরে;

বড্ড বেয়ারা স্মৃতিগুলো
সব ভুলে গেলেও সে ঠিকই সেজে বসে থাকে
মনের ঘরে
থরে থরে,
আর পরিবর্তন দেখে হাসে মনে মনে
মানুষের পরিবর্তন
ব্যবহারের পরিবর্তন
স্বার্থের পরিবর্তন
স্বার্থের তরে;

স্মৃতি বড্ড ভয়ঙ্কর
যুগ যুগ ধরে
মনের ঘরে।

রবিবার, ৫ মার্চ, ২০১৭

কাঁচে বৃষ্টি


কাঁচে বৃষ্টি
- যাযাবর জীবন

অনেক্ষণ থেকেই আকাশ ঝরছে
কখনো ঝিরঝির কখনো ঝমঝম;

ছোটবেলায় টিনের চালে বৃষ্টির ঘুমপাড়ানি গান শুনতে শুনতে
কখন ঘুমিয়ে পড়তাম মনেই পড়ে না,
আজ আর টিনের চালও নেই, সে মনও নেই;
এখন ইট দালানের ছাদে বৃষ্টির শব্দ সুর তোলে না
গেয়ে ওঠে না মন,
তবুও কখনো খুব ঝুম বৃষ্টি হলে মনের মাঝে বিষণ্ণতা
আর হঠাৎ হঠাৎ নস্টালজিয়ার ছোঁয়া;

মাঝে মাঝে ইচ্ছে হয় কোন একদিন কাঁচের ছাদে বৃষ্টি দেখতে
তোর পাশে শুয়ে;
কাঁচে আকাশ ঝরলে কি মন কাটে?








বিনিময়



বিনিময়
- যাযাবর জীবন

বিনিময়ে সম্পর্ক লোকে বলে
স্বার্থপরের সাথে কি বিনিময় চলে;

মুঠো মুঠো প্রাপ্তি
দিন আর রাত্রি
না চাইতেও,
উপহারে উপহারে ঘর বোঝাই
মানা করা সত্ত্বেও;
বিনিময়?
বিনিময়'তো চায়ই সবাই
শুধু চেয়েই যায়
অপারগতা বোঝে ক'জন?

অর্থের বিনিময় অর্থ
- সম্পর্ক নষ্ট করেছি অনেক

উপহারের বিনিময় উপহার
- তাতে কি আর মন ভরে?

ভালোবাসার বিনিময়ে ভালোবাসা?
- হৃদয় কি গাছে ধরে?
ঝাঁকি দিলে ভালোবাসা পরে?

ব্যাস, হলাম আমি স্বার্থপর
এ কেমন বিনিময়? সম্পর্ক করে পর?








জ্বর তোতে



জ্বর তোতে
- যাযাবর জীবন

ভোরের প্রাক্কালে আজ ধুম বৃষ্টি,
তুই ঘরে
আমি ছাদে
দুজনই ভিজছিলাম বৃষ্টিতে,
একজন মনে মনে
আরেকজন বৃষ্টি মেখে সারা গায়ে;

ঠাণ্ডায় জ্বর বাঁধালি তুই
আমি 'তোতে'।




শনিবার, ৪ মার্চ, ২০১৭

স্বার্থের মূল্য


স্বার্থের মূল্য
- যাযাবর জীবন

বিকোয় সবই মূল্যের পরিমাপে
বিনিময় একক কি?
অর্থ তো অনর্থের একক
স্বার্থের মূল্য কি?

একটি সম্পর্ক কিনতে চাই বিনিময় প্রথায়
মূল্য হাঁকাও হে বিদেশিনী।




প্রস্থান



প্রস্থান
- যাযাবর জীবন

চলে যেতেই হয়
সবার
খুব হঠাৎ
জীবন থেকে;

কেও কেও বলে সময়ের আগে চলে গেল!
আক্ষেপ করে
কাঁদে,
আমি কাঁদি না, হাসি না
শুধু অপলক চেয়ে দেখি অনুভূতি-শূন্য চোখে,
আমার খুব ভালো করেই জানা আছে
মানুষ চলে যায় সময় হলে, জীবন থেকে;

আসা আর যাওয়ার মাঝেই মানুষ থাকে
গাছ শুধুই চেয়ে থাকে অপলক, অনুভূতি-শূন্য চোখে;
গাছেরও একসময় যেতে হবে, জীবন ছেড়ে
হয়তো কেও কাঁদবে কিংবা কাঁদবে না
তাতে গাছের কি আসে যাবে?



শুক্রবার, ৩ মার্চ, ২০১৭

মন রূপসী



মন রূপসী
- যাযাবর জীবন

ছুঁয়েছ কোথায়?
মন যেথায়
পাখি কোথায়
মনের খাঁচায়,
ভালোবাসা?
হেথায় হোথায়;

ভালোবাস?
বড্ড বেশী
তুই যে আমার
মন রূপসী।


মন চাঁদনি



মন চাঁদনি
- যাযাবর জীবন

ক্রিং ক্রিং ক্রিং ক্রিং
মোবাইলটা বাজছে
কে যেন ডাকছে
আমি আধ-ঘুমে হাত বাড়াই
আধ-চোখে চেয়ে দেখি প্রাইভেট নাম্বার,
ধরব কি ধরব না করতে করতে ঘুম গলায় বললাম, হ্যালো!!
এখনো ঘুমোচ্ছ? দুপুর তো হয়ে এলো;

কানে যেন স্নিগ্ধ বাতাস
চোখ থেকে ঘুম উধাও
ঘড়ির দিকে চোখ যেতেই দেখি সময় বারটা, ঘড়ির ও আমার;

ঘরের পর্দা সরাতেই দুপুর রোদে চাঁদ
বাইরে থৈ থৈ চাঁদনি,
আজ কি পূর্ণিমা?
উঁহু!
তবে?
আকাশে সূর্য মনে চাঁদনি,
টেলিফোনের ওপারে খিলখিল হাসি;
তারপর ভালোবাসার খুনসুটি।

আমার সারাটা দিন জ্যোৎস্না
তুই এ তুইময়
আর মন চাঁদনি, তোতে।





বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭

কাঁচের সম্পর্ক


কাঁচের সম্পর্ক
- যাযাবর জীবন

তুলোর মত কিছু সম্পর্ক
তোমরা শীশা ভাব,
উড়ে গেলে দুঃখ পাও
ভেঙ্গে গেলে কাঁদ;

কাঁচের সম্পর্ক ভেঙ্গে যায় খুব সহজেই
ভেঙ্গে যায় মোহ
বালুঘর আঁকড়ে থাকে বোকারা
ভাঙ্গা সম্পর্ক আঁকড়ে থাকে কেহ কেহ;

জীবন কারো কাছে নিম নিম
ভালোবাসা কারো কারো কাছে মোহ
কাঁচের ঘর ভাঙবে জেনেও
দর্পণ আঁকড়ে থাকে বোকা কেহ;

সিমেন্টের প্রলেপে ঘর বাঁধে কেও কেও
ভেতরে ঝুরঝুর স্বার্থ বালু ঠাঁসা
বালুতে কি আর আঠা ধরে?
স্বার্থের সাথে সম্পর্ক খেলে সেথা পাশা;

সম্পর্ক তুলোর মত
তোমরা শীশা ভাব,
উড়ে গেলে দুঃখ পাও
ভেঙ্গে গেলে কাঁদ।

স্বার্থপর



স্বার্থপর
- যাযাবর জীবন

কেও স্বপ্ন আঁকে সম্পর্কের সাথে
- যেমন তুই,
কেও স্বার্থ দেখে সম্পর্কের মাঝে
- যেমন আমি,
স্বার্থ ছাড়া মানুষ হয়?
স্বার্থে সম্পর্ক ক্ষয়;

কেও হিসাব কষে সম্পর্কের মাঝে
- যেমন আমি,
কেও শুধুই ভালোবাসে অকারণে
- যেমন তুই,
কারো সুদকষা আঁকতে আঁকতে
সম্পর্ক বিষময়;

আমি হিসাব বুঝিই নি
না সম্পর্কের, না স্বার্থের;
কোন কিছু না বুঝেই
আমার জীবন তুই এ তুইময়;

আমার থেকে স্বার্থপর কে আছে?



বুধবার, ১ মার্চ, ২০১৭

বোধের বোধ



বোধের বোধ
- যাযাবর জীবন

যে ক্ষুধার কষ্ট বোঝে নি
সে চাঁদ-রুটির স্বাদ বুঝবে কি করে?

প্রেম কারো কাছে শুধুই কল্প-বিলাস
ভালোবাসার হাতছানি যার প্রহরে প্রহরে;

তুই খাদ্য চিনবি কি করে?
তুই প্রেম বুঝবি কি করে?



সীমাবদ্ধ




সীমাবদ্ধ
- যাযাবর জীবন

সারাক্ষণ প্রেম, ভালোবাসা, মোহ
সারাক্ষণ হা, হুতাশা আর মন বিরহ
সারাক্ষণ বিচ্ছেদের আশংকা, অজানা এক ভয়
সারাক্ষণ শঙ্কা, কখন কি জানি হয়!
পেটের ক্ষুধা যেখানে খাদ্য-বিলাস
অমূলক হা হুতাশ চিন্তাগুলো কেবল স্বপ্ন-বিলাস
জীবন যেখানে খাদ্যাহ্নেষণে সীমিত
অমূলক চিন্তা ভাবনা ভয় জীবনে রহিত;

সীমাবদ্ধ তোর ভালোবাসার ধারা
সীমাবদ্ধ আমি, সীমিত চিন্তাধারা।